UPI: ভারতে এসে ইউপিআইতে মজে স্পেনের প্রেসিডেন্ট, মোবাইলে পেমেন্ট করে কিনে নিলেন গণেশ মূর্তি...
ইউপিআই ব্যবহার করে কেনাকাটা করছেন স্পেনের প্রেসিডেন্ট। সংগৃহীত ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিআই (UPI) ব্যবহার করে গণেশ মূর্তি কিনলেন স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ (Pedro Sanchez)। যেহেতু তিনি এ ব্যাপারে সড়গড় নন, তাই স্যাঞ্চেজ নিজে ইউপিআই ব্যবহার করতে পারেননি। স্পেনের প্রেসিডেন্টকে লেনদেনে সাহায্য করেছেন এক ভারতীয় প্রতিনিধি। ইউপিআই ব্যবহার করে গণেশ মূর্তি কিনতে পারায় যারপরনাই খুশি স্যাঞ্চেজ।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মস্তিষ্ক প্রসূত ইউপিআই দেশে তো বটেই বিদেশেও ভীষণ জনপ্রিয় হচ্ছে। কিছুদিন আগেই মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারত সফরে এসেছিলেন। মলদ্বীপেও যাতে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেন করা যায়, তার ব্যবস্থা পাকা করে গিয়েছেন তিনি। অচিরেই মলদ্বীপেও মিলবে ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনের সুবিধা। ইউপিআইয়ের ভূয়সী প্রশংসা করেছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতা। ফ্রান্স সহ একাধিক দেশে এখন কার্যকর ইউপিআই। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাও গেয়েছেন ইউপিআই-প্রশস্তি। যেভাবে প্রযুক্তিকে সর্বসাধারণের কাজে লাগানো হয়েছে, তা বিশ্বের আর কোনও দেশ, এমনকী আমেরিকাও করে দেখাতে পারেনি বলে সম্প্রতি মন্তব্য করেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক পল রোমার। সেই ব্যবস্থাই কাজে লাগিয়ে মুম্বইয়ে গণেশের মূর্তি কিনলেন স্পেনের প্রেসিডেন্ট।
Spanish PM Sanchez & his wife at Mumbai Diwali 🪔 celebrations yesterday https://t.co/Uz7E9d5SyW pic.twitter.com/gIMLokiHsi
— Sidhant Sibal (@sidhant) October 28, 2024
দীপাবলি পালন
সস্ত্রীক তিনদিনের ভারত সফরে এসেছেন স্পেনের প্রেসিডেন্ট (Pedro Sanchez)। সোমবার স্ত্রী বেগোনা গোমেজকে নিয়ে মুম্বইয়ে দীপাবলি উৎসবে মাতলেন তাঁরা। প্রেসিডেন্ট ও তাঁর স্ত্রীকে প্রদীপ জ্বালাতে দেখা যায়। তারাবাতিও জ্বালাতে দেখা যায় তাঁদের। লাড্ডু-সহ বিভিন্ন সুস্বাদু ভারতীয় মিষ্টির স্বাদও গ্রহণ করেন তাঁরা (Pedro Sanchez)। স্যাঞ্চেজ বলেন, “স্পেন ও ভারত ২০২৬ সালকে সংস্কৃতি, পর্যটন এবং কৃত্রিম বুদ্ধিমত্তার বছর হিসেবে উদযাপন করছে।”
আরও পড়ুন: কালীপুজোর আগে ভূত চতুর্দশীতে ১৪ শাকে আটকে যায় বহু রোগ! কী কী জানেন?
তিনি জানান, স্পেন ভারতের জন্য ফুটবল কোচ পাঠাবে। আর ভারত স্পেনে ক্রিকেট প্রচার করতে পারে। সাঞ্চেজ স্পেন ও ভারতের মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় সহযোগিতা এবং সাংস্কৃতিক বিনিময় উন্নত করার কথাও বলেন। তিনি জানান, শীঘ্রই স্প্যানিশ দল ভারতের ফুটবল ম্যাচে অংশ নেবে। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক্স হ্যান্ডেলে লেখেন, “ভারতের ডিজিটাল বিপ্লবকে সরাসরি প্রত্যক্ষ করলেন (পেদ্রো সাঞ্চেজ)। প্রেসিডেন্ট পেদ্রো স্যাঞ্চেজ আজ মুম্বইতে ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেসের মাধ্যমে পেমেন্ট করেছেন। এর রিয়েল-টাইম ও সাচ্ছন্দ্যপূর্ণ লেনদেন প্রক্রিয়া প্রত্যক্ষ করেছেন। ডিজিটাল পথ দ্রুতই ভারত-স্পেন প্রযুক্তিগত (UPI) অংশীদারিত্বকে সংযুক্ত করছে (Pedro Sanchez)।”
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।