ATM: এটিএমেই মিলবে পিএফের টাকা, বড় ঘোষণা শ্রম মন্ত্রকের...
ইপিএফের টাকা তোলা যাবে এটিএম থেকেই। প্রতীকী ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: এ বার এটিএম (ATM) থেকেই তোলা যাবে পিএফের টাকা (PF Withdrawl)। বুধবার বড় ঘোষণা করল কেন্দ্রীয় শ্রমমন্ত্রক (Union Labour Ministry)। সূত্রে খবর, পিএফের টাকা তোলার পথ মসৃণ করতে চাইছে কেন্দ্র। তাই এমন সিদ্ধান্ত। সরকারি এই সিদ্ধান্ত অনুযায়ী, যাঁরা এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO) আওতায় রয়েছেন, তাঁরাই আগামী বছর থেকে এটিএমের মাধ্যমে সরাসরি তুলতে পারবেন পিএফের টাকা। এতদিন পিএফের টাকা তুলতে হলে হয় পিএফ অফিসে আবেদন করতে হত নয়তো সাইবার কাফেতে গিয়ে টাকা তোলার জন্য আবেদন করতে হত। শ্রমমন্ত্রকের এহেন ঘোষণায় সেই ঝক্কি আর পোহাতে হবে না পিএফের সুবিধাভোগীদের।
শ্রমমন্ত্রকের সচিব সুমিতা দাওরা বলেন, পিএফের ক্লেমগুলি দ্রুত মেটানো ও এর প্রক্রিয়া সহজ করাই লক্ষ্য। তিনি বলেন, “যিনি পিএফের টাকা তোলার যোগ্য (PF Withdrawl), তিনি যাতে সহজেই লাভবান হন, সেই উদ্দেশ্যেই এই প্রক্রিয়া। এটিএম (ATM) থেকে নিজেই টাকা তুলতে পারবেন।” সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, “প্রতিনিয়ত এগোচ্ছে প্রযুক্তি। আরও অনেক কিছুর ক্ষেত্রেই দ্রুত এমন পরিবর্তন দেখা যাবে। আমার বিশ্বাস, ২০২৫ এর জানুয়ারির মধ্যেই এর বড় প্রভাব দেখা যাবে।”
আরও পড়ুন: জ্যোতিপ্রিয় মল্লিক কিং না হলেও, কিং-মেকার, আদালতে জানাল ইডি
শ্রমমন্ত্রক সূত্রে খবর, ইপিএফও সিস্টেমকে এটিএমের সঙ্গে জুড়ে ফেলার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। তবে এটিএম থেকে পিএফ তোলার (PF Withdrawl) আগে আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করতে হবে পিএফ অ্যাকাউন্ট। লিঙ্ক হয়ে গেলেই এটিএম থেকে তোলা যাবে পিএফের টাকা। এজন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে যেতে হবে ইপিএফও-র অফিসিয়াল সাইটে। সেখানে মিলবে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে ইপিএফও-র অ্যাকাউন্ট লিঙ্ক করার অপশন। বর্তমানে, পিএফ অ্যাকাউন্ট (PF Withdrawl) থেকে টাকা তুলতে ইপিএফও পোর্টালে (EPFO) যেতে হয়। এরপরে, ইউএএন ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হয়। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর যাচাই করার পর অ্যাকাউন্টের পাসবুক বা চেক আপলোড করতে হয়। এই গোটা প্রক্রিয়াই এটিএম (ATM) থেকে টাকা তোলা শুরু হলে অনেকটা দ্রুত হবে বলেই অভিমত শ্রম মন্ত্রকের (Union Labour Ministry)। প্রসঙ্গত, ইপিএফও- এর আওতায় রয়েছেন অন্তত সাত কোটি চাকরিজীবী।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।