দিল্লি পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই গত ১৮ জুন পুলিশের কাছে এসে নিজের বয়ান রেকর্ড করেছেন নূপুর।
নূপুর শর্মা।
মাধ্যম নিউজ ডেস্ক: সাসপেন্ডেড বিজেপি নেত্রী নূপুর শর্মার সমর্থনে আদালতের দ্বারস্থ হলেন এক ব্যক্তি। নূপুর শর্মার বিরুদ্ধে সুপ্রিম কোর্টের (SC)পর্যবেক্ষণ প্রত্যাহার করার দাবি জানিয়ে শীর্ষ আদালতে গেলেন অজয় গৌতম নামে এক ব্যক্তি। গত এক মাস ধরেই পয়গম্বরকে নিয়ে নূপুর শর্মার (Nupur Sharma) বিতর্কিত মন্তব্য ঝড় তুলেছে গোটা দেশে। সময়ের সঙ্গে সঙ্গে সেই অশান্তি থিতু হলেও শুক্রবার প্রাক্তন বিজেপি (BJP) মুখপাত্রকে তীব্র ভর্ৎসনা করেছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তাঁর মন্তব্যে যেভাবে আগুন জ্বলে উঠেছে, তা স্মরণ করিয়ে নূপুরকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলেছে দেশের শীর্ষ আদালত।
আরও পড়ুন: ক্ষমা চান নূপুর! তীব্র ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
প্রসঙ্গত, গত জুন মাসে এক টেলিভিশন চ্যানেলে হজরত মহম্মদকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বসেন নূপুর শর্মা। যে ভিডিও ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়া জুড়ে নিন্দার ঝড় ওঠে। দেশের একাধিক রাজ্যে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা পথে নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। চলে ভাঙচুরও। দেশের বিভিন্ন রাজ্য থেকে তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। সেই প্রেক্ষিতেই শীর্ষ আদালতের কাছে নূপুর আর্জি জানিয়েছিলেন যে, তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত এফআইআর যেন দিল্লিতে সরিয়ে আনা হয়। তবে সেই আর্জি খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। উল্টে যে অশান্তির পরিবেশ সৃষ্টি হয়েছে, তার জন্য দায়ী করা হয় নূপুরকে।
নূপুর শর্মার হয়ে মুখ খুলেছেন অভিনেতা অনুপম খের। উল্লেখ্য, নূপুরের উদ্দেশে এদিন সুপ্রিম রায়ের পরই ট্যুইট করে বিচারপতির উদ্দেশে অনুপমের মন্তব্য, “মাননীয় ধর্মাবতার, আপনি এমন কিছু করুন, যা প্রকৃত অর্থেই সম্মানজনক।” যদিও সেই ট্যুইটে কোথাও নূপুরের নামোল্লেখ করেননি প্রবীণ অভিনেতা। তবে তাঁর মন্তব্যের ধরন ও সময় দেখে নেটপাড়ার আর বুঝতে বাকি থাকেনি যে, এটা নূপুর শর্মাকে নিয়ে সুপ্রিম রায়কে বিঁধেই লেখা।
I thought India had no sharia courts.
— Geert Wilders (@geertwilderspvv) July 1, 2022
She should never apologize for speaking the truth about #Muhammad. She is not responsible for Udaipur. Radical intolerant jihadi Muslims are responsible and nobody else.
NupurSharma is a hero. #NupurSharma #IsupportNupurSharma
">
নেদারল্যান্ডসের চরম দক্ষিণপন্থী নেতা হিসাবে খ্যাত সাংসদ গ্রিট উইল্ডার্সও নূপুর শর্মার সমর্থনে এগিয়ে এলেন। সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতেই এই ডাচ সাংসদ বলেন, নূপুর শর্মার ‘ কখনওই ক্ষমা চাওয়া উচিত নয় সত্যিটা বলার জন্য…, তিনি উদয়পুর কাণ্ডের জন্য দায়ী নন।’ এ প্রসঙ্গে দিল্লি পুলিশ জানিয়েছে, ইতিমধ্যেই গত ১৮ জুন পুলিশের কাছে এসে নিজের বয়ান রেকর্ড করেছেন নূপুর। তিনি তাঁর মন্তব্য ফিরিয়ে নেওয়ার কথাও বলেছেন।