পরিস্থিতি পর্যালোচনায় আজই প্রতিটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন দুপুর ৩টেয় নাগাদ এই বৈঠক হবে বলে খবর।
সংসদে মাস্ক পরে মোদি।
মাধ্যম নিউজ ডেস্ক: চিনে কোভিড পরিস্থিতি ভয়াবহ। ভারতে সংক্রমণ যাতে বাড়তে না পারে তাই সতর্ক কেন্দ্র। দেশে ফের করোনা বিধি চালু করা হচ্ছে। করোনা সংক্রমণের আশঙ্কায় সুরক্ষার খাতিরে কলকাতার জনসভা বাতিল করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিনের করোনা সংক্রমণ সংকটজনক তাই দেশেও বড় জমায়েত ফের বাতিল করার নির্দেশ দিতে পারে কেন্দ্র। ভাইরাস বিশেষজ্ঞদের মতে, করোনার নতুন ভ্যারিয়েন্ট অতি দ্রুত ছড়াতে পারে। ফলে মারাত্মক আকার নিতে পারে করোনা এমন আভাস দিচ্ছে বিশেষজ্ঞ মহল।
প্রসঙ্গত, বছর শেষের আগেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। ৩০ ডিসেম্বর জাতীয় গঙ্গা কাউন্সিলের (National Ganga Council) বৈঠক হবে কলকাতায়। এই বৈঠকে যোগ দিতেই কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী। ৩০ তারিখের ওই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জাতীয় গঙ্গা কাউন্সিলের সভাপতি স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এর সদস্য পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ ছাড়াও গঙ্গা কাউন্সিলের সদস্য রাজ্য হল উত্তর প্রদেশ, বিহার, উত্তরাখণ্ড ও ঝাড়খণ্ড। জাতীয় গঙ্গা কাউন্সিলের বৈঠকের পর বারাণসী এক্সপ্রেসওয়ে নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করতে পারেন প্রধানমন্ত্রী। এদিনই হাওড়ার ডুমুরজলা স্টেডিয়ামে এক জনসভায় যোগ দেওয়ার কথা ছিল মোদির। একুশের বিধানসভা নির্বাচনের পর এই প্রথমবার বাংলায় সভা করার কথা ছিল তাঁর। কিন্তু করোনা-সতর্কতার কারণে সেই সভা বাতিল করা হচ্ছে বলে খবর। তবে গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী। সূচনা করবেন হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেসের।
আরও পড়ুন: করোনা পরীক্ষা ছাড়া তাজমহলে প্রবেশ নয়, নির্দেশিকা কেন্দ্রের
করোনা নিয়ে চিনের (China Corona) পরিস্থিতির উপর নজর রেখে ভারতেও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। শনিবার থেকে করোনা (Corona) বিধি ফিরছে দেশের সব আন্তর্জাতিক বিমানবন্দরে। বিমানবন্দরেই ২ শতাংশ যাত্রীর করোনা পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পরিস্থিতি খতিয়ে দেখতে গতকালের একটি উচ্চ পর্যায়ের বৈঠকে করোনার জিনোম সিকোয়েন্সিংয়ের ওপর জোর দেওয়ার কথা বলেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য আগেই জানিয়েছেন, এখন মূল লক্ষ্য হল কোনওভাবেই যেন করোনার নতুন ভ্যারিয়েন্ট ভারতে প্রবেশ করতে না পারে। আবার যাত্রীদের সুবিধা-অসুবিধার বিষয়টিও দেখা হচ্ছে। ইতিমধ্যে ভারতেও করোনার নতুন সাব ভ্যারিয়েন্ট BF.7-এ আক্রান্ত চারজনের হদিশ মিলেছে। এই পরিস্থিতিতে কোনওরকম ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র। পরিস্থিতি পর্যালোচনায় আজই প্রতিটি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী। এদিন দুপুর ৩টেয় নাগাদ এই বৈঠক হবে বলে খবর।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: