img

Follow us on

Sunday, Jan 19, 2025

PM Kisan Samman Nidhi: আপনার অ্যাকাউন্টে পড়বে ২ হাজার টাকা, কেন জানেন?

কৃষক পরিবারকে বছরে ৬ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়...

img

প্রতীকী ছবি।

  2023-11-13 21:06:18

মাধ্যম নিউজ ডেস্ক: চলছে দীপাবলির উৎসব। খুশিতে মাতোয়ারা দেশ। এহেন আবহে ফের এল খুশির খবর। এবার খবর দিল কেন্দ্র। জানাল, দু’ দিন পরেই দেশবাসী পাবেন দু’ হাজার করে টাকা। অবশ্য সবাই নয়, প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির (PM Kisan Samman Nidhi) এই টাকা পাবেন কেবল দেশের কৃষকরা। কিষান সম্মান নিধি যোজনার ১৫তম কিস্তির টাকা দেওয়া হবে ১৫ নভেম্বর। ওই দিনই টাকা ঢুকে যাবে কৃষকদের অ্যাকাউন্টে। এর আগে দেওয়া হয়েছে ১৪ কিস্তির টাকা। ১৫ নভেম্বর বেলা ১১টায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কৃষকদের অ্যাকাউন্টে ১৫তম কিস্তির টাকা জমা দেওয়ার সূচনা করবেন।

সূচনা করবেন প্রধানমন্ত্রী

২০১৯ সালে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা চালু করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই প্রকল্পে কেন্দ্র কৃষকদের বছরে ৬ হাজার করে টাকা দিচ্ছে। ইতিমধ্যেই দেওয়া হয়েছে ১৪ কিস্তির টাকা। ১৫তম কিস্তির টাকা মিলবে ১৫ নভেম্বর। দেশের ৮ কোটিরও বেশি কৃষক এই প্রকল্পের সুবিধা পাবেন। কৃষকরা পিএম কিষানের (PM Kisan Samman Nidhi) অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সুবিধাভোগীর তালিকা পরীক্ষা করতে পারেন।

কেন্দ্রীয় কৃষিমন্ত্রীর বার্তা 

এক্স হ্যান্ডেলে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র তোমর লিখেছেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ১৫ নভেম্বর, ২০২৩-এ প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির ১৫তম কিস্তি ডিবিটির মাধ্যমে দেশের যোগ্য কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে স্থানান্তর করবেন। পিএম-কিষান প্রকল্পের অধীনে যোগ্য কৃষক পরিবারকে বছরে ৬ হাজার টাকার আর্থিক সুবিধা দেওয়া হয়, যা ২ হাজার টাকার তিনটি সমান কিস্তিতে দেয় সরকার।”

কীভাবে দেখবেন টাকা পেয়েছেন কিনা-

১. অফিসিয়াল ওয়েবসাইট ‘পিএমকিষান.গভ.ইন’ দেখুন

২. পৃষ্ঠার ডানদিকে ‘নো ইওর স্টেটাস’ ট্যাবে ক্লিক করুন।

৩. আপনার রেজিস্টার্ড নম্বর লিখুন ও ক্যাপচা কোড পূরণ করুন। ‘গেট ডাটা’ বিকল্পটি নির্বাচন করুন।

৪. এখানে আপনার সুবিধাভোগী স্ট্যাটাস স্ক্রিনে আসবে।

সুবিধাভোগীর তালিকায় আপনার নাম দেখুন -

১. পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইট www.pmkisan.gov.in দেখুন।

২. বেনিফিশিয়ারি লিস্ট ট্যাবে ক্লিক করুন।

৩. ড্রপ-ডাউন থেকে বিশদ বিকল্পটি নির্বাচন করুন, যেমন রাজ্য, জেলা, উপ-জেলা, ব্লক ও গ্রাম নির্বাচন করুন।

৪. রিপোর্ট পান ট্যাবে ক্লিক করুন।

কীভাবে যোগদান করবেন -

১. Pmkisan.gov.in অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে কৃষকের কর্নারে যান।

২. New Farmer Registration-এ ক্লিক করুন ও আধার নম্বর লিখুন এবং ক্যাপচা পূরণ করুন।

৩. এখন বিস্তারিত লিখুন ও ইয়েস ক্লিক করুন।

৪. পিএম কিষান আবেদনপত্র ২০২৩-এ জিজ্ঞাসা করা তথ্য পূরণ করুন। এটি সংরক্ষণ করুন এবং ভবিষ্যতের রেফারেন্সের জন্য একটি প্রিন্ট আউট নিন (PM Kisan Samman Nidhi)।

আরও পড়ুুন: ডাউনিং স্ট্রিটে দীপাবলির রোশনাই, সুনককে ক্রিকেট ব্যাট উপহার জয়শঙ্করের

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের, এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

PM Kisan Samman Nidhi. PM modi

Kisan Samman Nidhi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর