“আমাদের সেবায় মাত্র পাঁচ বছরে ১৩.৫ কোটির বেশি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন..."
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: “আগামী পাঁচ বছর ৮০ কোটিরও বেশি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হবে।” শনিবার ভোটমুখী ছত্তিশগড়ে এ কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এদিন দুর্গ এলাকার এক জনসভায় ভাষণ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, বিজেপি সরকার দেশের ৮০ কোটির বেশি দরিদ্র মানুষকে বিনামূল্যে রেশন দেওয়ার প্রকল্প আরও পাঁচ বছর বাড়িয়ে দেবে। মানুষের ভালবাসা ও আশীর্বাদ সব সময় আমাকে পবিত্র সিদ্ধান্ত নেওয়ার শক্তি দেয়।” তিনি (PM Modi) বলেন, “এখানে অনেক বন্ধু কাজের জন্য বাইরে যান, তাঁদের জন্য বিজেপি সরকার এমন ব্যবস্থা করেছে যে দেশের যে কোনও প্রান্তে গেলেও, আপনি বিনামূল্যে রেশন পাবেন। তাই মোদি আপনাকে এক দেশ এক রেশন কার্ডের সুবিধা দিয়েছে।”
ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেলের নাম না করে এদিন কংগ্রেসকে খোঁচা দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এই রাজ্যের কংগ্রেস সরকার আপনাদের লুট করার কোনও সুযোগই ছাড়ছে না। এমনকি মহাদেবের (অনলাইনে বেটিং জুয়া চালানোর অ্যাপ মহাদেব বেটিং অ্যাপ) নামেও লুট করতে ছাড়ছে না তারা। যাঁরা ছত্তিশগড়কে লুট করেছে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রতি পয়সার হিসেব তাঁদের কাছ থেকে বুঝে নেওয়া হবে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “আমাদের সেবায় মাত্র পাঁচ বছরে ১৩.৫ কোটির বেশি মানুষ দারিদ্র থেকে মুক্তি পেয়েছেন। যাঁরা দারিদ্র থেকে বেরিয়ে এসেছেন, তাঁরাই আজ মোদিকে কোটি কোটি আশীর্বাদ দিচ্ছেন। আমরা এমন নীতি তৈরি করেছি যে প্রত্যেক দরিদ্র ব্যক্তি তাঁর দারিদ্র্যের অবসান ঘটাতে সব চেয়ে বড় সৈনিক হয়ে মোদির সঙ্গী হয়েছেন। বিজেপি সরকার সততার সঙ্গে কাজ করছে। মোদির কাছে দেশের সব চেয়ে বড় জাতি একটাই – দারিদ্র। মোদি তাঁদের সেবক, ভাই, ছেলে।”
प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना के तहत देश में पिछले 3 साल से गरीबों को मुफ्त राशन दिया जा रहा है।
— BJP (@BJP4India) November 4, 2023
वैसे तो इस योजना का समय 1 महीने के बाद पूरा हो रहा है।
लेकिन मोदी का निश्चय है कि आने वाले 5 वर्ष के लिए इसे बढ़ाया जाएगा।
आने वाले 5 साल तक मेरे 80 करोड़ देशवासियों के… pic.twitter.com/q6fINyv7vQ
আরও পড়ুুন: জ্যোতিপ্রিয় সম্পর্কে তথ্য পেতে ১০ পুরসভার চেয়ারম্যানকে জেরা করবে ইডি?
এদিন ছত্তিশগড়ে প্রচারে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। তিনি ভাষণ দিচ্ছিলেন রায়পুরের জনসভায়। এখানে বিজেপির নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন তিনি। শিরোনাম, ‘মোদি কি গ্যারান্টি ২০২৩’। এই ইস্তেহারে স্বাস্থ্যবীমা প্রকল্প, রান্নার গ্যাসে ভর্তুকি এবং রাজ্যের দরিদ্র মানুষকে নিখরচায় অযোধ্যার রামমন্দির পরিদর্শন করানোর প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, করোনা অতিমারি পরিস্থিতিতে ২০২০ সালের এপ্রিল মাসে (PM Modi) সারা দেশে বিনামূল্যে রেশন সামগ্রী দিতে শুরু করেছিল কেন্দ্রীয় সরকার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।