Har Ghar Tiranga Campaign: 'হর ঘর তিরঙ্গা' প্রচারাভিযানকে গণ আন্দোলনে পরিণত করার আহ্বান মোদির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সংগৃহীত চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: সামনেই ১৫ অগাস্ট। আর দেশের ৭৭তম স্বাধীনতা দিবসের ছদিন আগেই এবার নিজের মাইক্রোব্লগিং সাইটে ডিপি বদলে তেরঙ্গার ছবি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। একইসঙ্গে দেশের নাগরিকদের তৃতীয় বারের মত 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga Campaign) প্রচারাভিযানকে গণ আন্দোলনে পরিণত করার আহ্বান জানালেন তিনি।
এ প্রসঙ্গে এক্স হ্যান্ডেলে পোস্ট করে প্রধানমন্ত্রী বলেছেন, ''সামনেই স্বাধীনতা দিবস। আসুন আমরা আবার 'হর ঘর তিরাঙ্গা'-কে একটি স্মরণীয় গণআন্দোলনে পরিণত করি। আমি আমার প্রোফাইল ছবি পরিবর্তন করেছি এবং আমি চাই আপনারাও সকলে এই একইভাবে প্রোফাইল ছবি পরিবর্তন করে তেরঙ্গা উদযাপনে আমার সঙ্গে যোগ দিন।''
কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত জানিয়েছেন, স্বাধীনতা দিবস উদযাপনের অংশ হিসাবে আগামী ৯ থেকে ১৫ অগাস্ট তৃতীয় বারের মত উদযাপিত হবে 'হর ঘর তিরঙ্গা'। একইসঙ্গে নিজ নিজ বাড়িতে তেরঙ্গা উত্তোলন করে তার সঙ্গে একটি সেলফি তুলে harghartiranga.com পোর্টালে সেই ছবি আপলোড করতে দেশের সকল মন্ত্রী ও নাগরিকদের আহ্বান জানান তিনি।
As this year’s Independence Day approaches, let’s again make #HarGharTiranga a memorable mass movement. I am changing my profile picture and I urge you all to join me in celebrating our Tricolour by doing the same. And yes, do share your selfies on https://t.co/0CtV8SCePz
— Narendra Modi (@narendramodi) August 9, 2024
এই প্রচারের অন্যতম আকর্ষণ হল সংসদ ও সদস্যদের একটি বিশেষ 'তিরঙ্গা বাইক র্যালি', যেটি ১৩ অগাস্ট দিল্লিতে অনুষ্ঠিত হবে। র্যালিটি ভারত মণ্ডপম প্রগতি ময়দান থেকে শুরু হয়ে মেজর ধ্যানচাঁদ স্টেডিয়ামে পৌঁছে শেষ হবে।
আরও পড়ুন: ‘‘গোটা ভারতকেই ওয়াকফ সম্পত্তি করে ফেলুন’’, আইনজীবীকে কটাক্ষ বিচারপতির
এ প্রসঙ্গে মন্ত্রী গজেন্দ্র সিং বলেন, ২০২২ সালে আজাদি কা অমৃত মহোৎসবের পৃষ্ঠপোষকতায় চালু হওয়া 'হর ঘর তিরঙ্গা' (Har Ghar Tiranga Campaign) প্রচারাভিযান একটি গণ আন্দোলনে পরিণত হয়েছিল, যা সারা দেশে সমাজের বিভিন্ন অংশ কর্তৃক গৃহীত হয়েছে। ২০২২ সালে ২৩ কোটিরও বেশি বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছিল এবং ৬ কোটি মানুষ harghartiranga.com-এ পতাকার সঙ্গে সেলফি তুলে আপলোড করেছিলেন। আর ২০২৩ সালে এইচজিটি প্রচারের আওতায় ১০ কোটিরও বেশি সেলফি আপলোড করা হয়েছিল।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।