'ভারতীয় মোদি সমাজ'-এর জাতীয় সম্মেলনে আমেদাবাদে আজ বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
অমিত শাহ
মাধ্যম নিউজ ডেস্ক: দেশের জন্য নিরাপত্তার সুদর্শন চক্র তৈরি করেছেন প্রধানমন্ত্রী। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। শনিবার গুজরাটের দ্বারকায় 'ন্যাশনাল অ্যাকাডেমি অফ কোস্টাল পলিসিং'-এর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এই মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এদিন তিনি বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি উপকূল রক্ষী বাহিনী, ভারতীয় নৌসেনার সাহায্যে ভারতের সুদর্শন চক্রের বলয় তৈরি করেছেন।’’ তাঁর আরও সংযোজন, ‘‘ভারতীয় নৌসেনা এবং উপকূল রক্ষী বাহিনী মধ্য সমুদ্রে নিরাপত্তার ব্যবস্থা দেখে। অভ্যন্তরে সুরক্ষার ব্যবস্থা দেখে বিএসএফ। এই নিরাপত্তার সুদর্শন বলয়ে গুরুত্বপূর্ণ হল মৎস্যজীবীরাও। যাঁরা প্রত্যন্ত গ্রামগুলি থেকে নিরাপত্তার কাজে তথ্য দেওয়া-নেওয়া করে।’’
কংগ্রেস সরকারকেও এদিন একহাত নিতে ছাড়েননি অমিত শাহ (Amit Shah)। তিনি বলেন, ‘‘আমাদের সমুদ্র উপকূলের নিরাপত্তার ঘাটতির কারণেই অনেক ভয়ঙ্কর ফল ভুগতে হয়েছে। আমরা কখনও ভুলতে পারি না ২০০৮ সালের মুম্বই হামলা। যেখানে ১৬৬ জন নিরীহ মানুষের জীবনকে কেড়ে নিয়েছিল সন্ত্রাসবাদীরা।’’
পিছিয়ে পড়া ওবিসি মোদি সমাজের সংগঠন, 'ভারতীয় মোদি সমাজ'-এর জাতীয় সম্মেলনে আমেদাবাদে আজ বক্তব্য রাখবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। প্রসঙ্গত, রাহুল গান্ধীর মন্তব্যের পরিপ্রেক্ষিতে ব্যাপক আন্দোলন শুরু করে মোদি সমাজ। রাহুলের মন্তব্য ছিল, ‘‘সব চোরেদের পদবী মোদি কেন হয়?’’ ইতিমধ্যে এই অভিযোগে তাঁর সংসদ পদও খারিজ হয়েছে। রাহুল গান্ধীর করা এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে প্রথম মামলা দায়ের করেছিলেন পূর্ণেশ মোদি, যিনি ছিলেন গুজরাটের প্রাক্তন মন্ত্রী। 'গুজরাট মোধ-মোদি সমাজ'-এর সভাপতিও বটে তিনি। আমেদাবাদে রবিবারের সম্মেলনের অন্যতম উদ্যোক্তা হিসেবে থাকছেন পূর্ণেশ। অন্যদিকে প্রধানমন্ত্রীর দাদা সোমভাই মোদিরও রবিবারের সম্মেলনে উপস্থিত থাকার কথা রয়েছে। এই সম্মেলনের বিষয়ে উদ্যোক্তারা বলছেন, ‘‘আমরা আশা করছি মোদি সমাজের সাড়ে ছয় হাজারেরও বেশি মানুষ এই সম্মেলন প্রতিনিধি অংশগ্রহণ করবেন। যেখানে সাংসদ এবং বিধায়করাও থাকবেন। আমাদের সমাজের প্রতিনিধিরা উত্তরপ্রদেশ, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ওড়িশা, রাজস্থান, দিল্লি, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক এবং অন্যান্য রাজ্য থেকে আসবেন।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।