প্রজাতন্ত্র দিবসে শুভেচ্ছা জানানোর জন্য বিশ্ব নেতাদের ধন্যবাদ দিলেন প্রধানমন্ত্রী মোদি..
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবারই ছিল দেশের ৭৫তম প্রজাতন্ত্র দিবস। ভারতের সাধারণতন্ত্র দিবসে শুভেচ্ছা জানান অনেক রাষ্ট্রনেতাই। শুভেচ্ছা জানানোর জন্য বিভিন্ন রাষ্ট্র নেতাদের ধন্যবাদ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর পাশাপাশি বিশ্ব নেতাদের ধন্যবাদ জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।
আরও পড়ুন: প্রাণী কল্যাণে বিশেষ অবদান, মাহুত বন্ধু অসমের পার্বতীকে পদ্ম সম্মান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে ধন্যবাদ জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্প কমল দহলকে। ভারত এবং নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক দীর্ঘস্থায়ী হবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।
Thank you @PM_nepal_ for your Republic Day wishes. India cherishes the longstanding friendship with Nepal. https://t.co/0Dx6Tkz12V
— Narendra Modi (@narendramodi) January 26, 2024
মরিশাসের প্রধানমন্ত্রী কুমার যুগনাথ ভারতের প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানান। তাঁকেও ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। প্রধানমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলের মাধ্যমে জানান, ভারত ও মরিশাসের দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীদিনে আরও উন্নত হবে।
Thank you Prime Minister @KumarJugnauth for your warm wishes. Looking forward to the continued strengthening of our robust bilateral partnership, this year and always. https://t.co/paqgiOUpAx
— Narendra Modi (@narendramodi) January 26, 2024
চলতি বছরে প্রজাতন্ত্র দিবসে প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রঁ। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) সঙ্গে একটি ছবি ও সেলফিও শেয়ার করেন নিজের এক্স হ্যান্ডেলে। সেটিকে রিট্যুইট করেন প্রধানমন্ত্রী। ফরাসি ভাষায় ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লেখেন, ‘‘প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আপনার উপস্থিতির ফলে ভারত-ফ্রান্স সম্পর্ক আরও উচ্চতায় পৌঁছবে।’’
Merci au Président @EmmanuelMacron d'avoir participé à nos célébrations du Jour de la République. Votre présence ajoutera un grand élan aux relations indo-françaises. https://t.co/NxwgrGO5ev pic.twitter.com/G0w01b48X2
— Narendra Modi (@narendramodi) January 26, 2024
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।