img

Follow us on

Sunday, Jan 19, 2025

Narendra Modi: ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’র অনুষ্ঠানে আবেগপ্রবণ মোদি, কোনওরকমে চাপলেন কান্না

ভাষণ দিতে গিয়ে হঠাৎই আবেগপ্রবণ প্রধানমন্ত্রী মোদি...

img

প্রধানমন্ত্রী মোদি (ফাইল ছবি)

  2024-01-19 17:30:07

মাধ্যম নিউজ ডেস্ক: ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের উদ্বোধনে আবেগপ্রবণ হয়ে পড়লেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। ওই সভা মঞ্চে কান্না চাপারও চেষ্টা করতে দেখা গিয়েছে তাঁকে। শুক্রবার মহারাষ্ট্রের শোলাপুরে ‘প্রধানমন্ত্রী আবাস যোজনা’ প্রকল্পের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন মোদি। সেখানেই গরিবদের জন্য বাড়ি নির্মাণে তাঁর সরকারের সফলতার কথা বলতে গিয়েই চোখে জল আসে প্রধানমন্ত্রীর।

কী বললেন প্রধানমন্ত্রী?

তিনি বলেন, “২০১৪ সালে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তা পূরণ করতে পেরেছি। এখানে এসে তার সাক্ষীও রইলাম। আজ আমার কাছে অত্যন্ত গর্বের মুহূর্ত এটি।”  এই সময়ই চোখে জল আসে প্রধানমন্ত্রীর। এদিন নিজের শৈশবের স্মৃতিচারণাও করেন মোদি (Narendra Modi)। তিনি বলেন, “এই বাড়িগুলি দেখলে নিজের শৈশবের কথা মনে পড়ে যাচ্ছে।” তিনি আরও বলেন, “আজ শোলাপুরের গরিব এবং শ্রমিকদের হাতে এই বাড়ি তুলে দিতে পেরে অত্যন্ত গর্বিত। আমাদের সরকার গরিব মানুষের উন্নয়নে এবং তাঁদের জীবনের মানোন্নয়ের স্বার্থে প্রকল্পের উপর জোর দিচ্ছে।” 

কংগ্রেসকে নিশানা করেন প্রধানমন্ত্রী

এদিন শোলাপুরের সভামঞ্চ থেকে কংগ্রেসকেও একহাত নেন প্রধানমন্ত্রী। তাঁর ভাষণে উঠে আসে কংগ্রেসের গরিবি হঠাও স্লোগানের ব্যর্থতাও।  মোদি বলেন, “দেশে ‘গরিবি হটাও’ স্লোগান তোলা হয়েছিল অনেক বছর আগে। সেই স্লোগান তোলা হলেও কার্যক্ষেত্রে গরিবি দূর করা হয়নি।”  ভারত অর্থনীতিতে দ্রুত এগিয়ে চলেছে। বর্তমানে পৃথিবীর পঞ্চম বৃহত্তম অর্থনীতি হল ভারতের। তাঁর সরকার তৃতীয়বার ক্ষমতায় এলে এগিয়ে যাবে দেশ। একথাও শোনা যায় প্রধানমন্ত্রীর (Narendra Modi) ভাষণে। তিনি বলেন, “দেশবাসীকে এই গ্যারান্টি দিচ্ছি যে, তৃতীয় বারের জন্য বিজেপি ক্ষমতায় এলে বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত।”

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

Madhyom

PM Modi

bangla news

Bengali news

pm awas yojona

PM Modi gets emotional