পিছড়েবর্গদের জন্য কাজ করবেন দ্রৌপদী...
দ্রৌপদী মুর্মু। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Modi) ভূয়সী প্রশংসা করল আরএসএস (RSS)। রাষ্ট্রপতি (President) পদে দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) জয়ের জন্যও ভাবী রাষ্ট্রপতিকে শুভেচ্ছা জানিয়েছেন আরএসএসের বর্ষীয়ান নেতা ইন্দ্রেশ কুমার।
দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি পদে শপথ নিতে চলেছেন দ্রৌপদী মুর্মু। তিনি জনজাতি সম্প্রদায়ের। দ্রৌপদী রাষ্ট্রপতি পদে শপথ নিলে রাইসিনা হিলসে এই প্রথম জনজাতির কোনও মহিলা পা রাখবেন। এই দ্রৌপদী এনডিএ প্রার্থী। তিনি বিজেপি নেত্রী ছিলেন। ছিলেন ঝাড়খণ্ডের রাজ্যপালও। বিজেপি সূত্রে খবর, ২০ জনের নামের তালিকা থেকে বেছে নেওয়া হয়েছে দ্রৌপদীকে।
দ্রৌপদীর বিরুদ্ধে বিজেপি বিরোধী ১৭টি দলের সম্মিলিত প্রার্থী ছিলেন তৃণমূলের প্রাক্তন ভাইস প্রেসিডেন্ট যশবন্ত সিনহা। দ্রৌপদীর কাছে কুপোকাত বিজেপি ছেড়ে তৃণমূলে যাওয়া যশবন্ত। রাইসিনা হিলসের দৌড়ে দ্রৌপদীর চেয়ে তিনি পিছিয়ে যান কয়েক যোজন। দ্রৌপদীর জয়ে উৎসব শুরু হয়েছে জনজাতি অধ্যুষিত বিভিন্ন রাজ্যে। ধামসা মাদল নিয়ে কোথাও কোথাও নৃত্য পরিবেশন করতে দেখা যায় জনজাতি সম্প্রদায়ের শিল্পীদের।
আরও পড়ুন : ২০২৪ সালের মধ্যে ১ লক্ষ শাখা ! শতবর্ষ উদযাপনের আগে পরিকল্পনা আরএসএস-এর
জনজাতি সম্প্রদায়ের দ্রৌপদী রাষ্ট্রপতি হওয়ায় যারপরনাই খুশি আরএসএস। প্রবীণ আরএসএস নেতা ইন্দ্রেশ কুমার দ্রৌপদীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, তাঁর ওপর সম্পূ্র্ণ আস্থা রয়েছে। তিনি দরিদ্র, পিছড়েবর্গ, উপজাতি এবং সুযোগ সুবিধা থেকে বঞ্চিত মানুষের জন্যও কাজ করবেন বলে বিশ্বাস। দ্রৌপদীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক প্রশংসা করেন ইন্দ্রেশ। বলেন, তিনি ভারতকে উন্নতির শিখরে নিয়ে গিয়েছেন। জনজাতি সম্প্রদায়ের এক নেতাকে এনডিএ প্রার্থী করে তাঁকে দেশের এক নম্বর নাগরিক করেছেন তিনি।
আরও পড়ুন : উদয়পুরের মতো নৃশংস ঘটনার প্রতিবাদ করা উচিত মুসলিমদেরও, জানাল আরএসএস
আরএসএসের এই বর্ষীয়ান নেতা বলেন, দ্রৌপদী মুর্মুকে আন্তরিক শুভেচ্ছা জানাই। কারণ তিনি বিপুল ভোটে জয়ী হয়ে দেশের পঞ্চদশ রাষ্ট্রপতি হতে চলেছেন। তিনি বলেন, আমি আশা করি এবং বিশ্বাস করি আপনি দরিদ্র, সমাজের পিছিয়ে পড়া মানুষ, জনজাতি এবং সুযোগ সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করবেন।