img

Follow us on

Saturday, Nov 23, 2024

PM Modi: স্বাস্থ্য পরিষেবায় ১২,৮৫০ কোটি টাকার প্রকল্পের উদ্বোধন করলেন মোদি

Ayurveda day: আয়ুষ্মান যোজনা প্রত্যাখান মমতার, বাংলার প্রবীণদের কাছে ক্ষমা চাইলেন মোদি...

img

মঙ্গলবার অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (ফাইল ছবি)

  2024-10-29 16:25:53

মাধ্যম নিউজ ডেস্ক: আজ ২৯ অক্টোবর, আয়ুর্বেদ দিবস। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) স্বাস্থ্য পরিষেবায় একাধিক প্রকল্পের উদ্বোধন করলেন। মোট ১২,৮৫০ কোটি টাকার বিভিন্ন স্বাস্থ্য পরিষেবার প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্থর স্থাপন করেন প্রধানমন্ত্রী। দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদে এদিন ধন্বন্তরি জয়ন্তী (Ayurveda day) পালনের মধ্য দিয়ে এই প্রকল্পগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। প্রসঙ্গত, আয়ুষ্মান যোজনা প্রত্যাখ্যান করেছে মমতা সরকার। এ কারণে 'প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'র সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন রাজ্যের মানুষ। নিজের ভাষণে প্রধানমন্ত্রী এনিয়ে বলেন, ‘‘দিল্লি ও পশ্চিমবঙ্গের প্রবীণদের নাগরিকদের কাছে আমি ক্ষমা চাইছি আপনাদের সেবা করতে পারব না। কারণ, দিল্লিতে যে সরকার আছে, আর বাংলার সরকার এই আয়ুষ্মান প্রকল্পের সঙ্গে যুক্ত হচ্ছে না। এরা রাজনীতি করছে নিজের রাজ্যেরই অসুস্থ মানুষদের সঙ্গে। এটাকে মানবতা বলে না। এর জন্য আমার কষ্ট হয়। দিল্লি ও বাংলার প্রবীণ নাগরিকরা আমার কথা নিশ্চয়ই শুনছেন।’’

অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধন

মঙ্গলবার 'প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা'র প্রকল্পকে আরও বিস্তৃত করেন প্রধানমন্ত্রী (PM Modi)। এই পদক্ষেপের মাধ্যমে ৭০ বছর বা তার বেশি বয়সি ভারতীয় নাগরিকরা স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদের দ্বিতীয় পর্যায়েরও উদ্বোধন করেন। দ্বিতীয় পর্যায়ে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব আয়ুর্বেদে জুড়ল একটি অত্যাধুনিক পঞ্চকর্ম হাসপাতাল, আয়ুর্বেদিক ফার্মেসি, স্পোর্টস মেডিসিন ইউনিট, একটি গ্রন্থাগার ও ৫০০ আসন বিশিষ্ট একটি অডিটোরিয়াম। আয়ুর্বেদিক (Ayurveda day) গবেষণা, শিক্ষা এবং চিকিৎসার কাজে ব্যবহার করা হবে এই প্রতিষ্ঠানকে।

অন্যান্য উদ্বোধন (PM Modi) 

প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি (PM Modi) চিকিৎসা পরিকাঠামোকে আরও উন্নত করার লক্ষ্যে মধ্যপ্রদেশের মন্দসৌর, নিমুচ ও সিওনিতে তিনটি নতুন মেডিক্যাল কলেজের উদ্বোধন করেন এদিন। এর পাশাপাশি, বিলাসপুর, কল্যাণী, পাটনা, গুয়াহাটি, নয়াদিল্লি, গোরখপুর ও ভোপাল এইমসে নতুন বেশ কিছু পরিকাঠামোরও উদ্বোধন এদিন প্রধানমন্ত্রী করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এদিন ছত্তিশগড়ের বিলাসপুর মেডিক্যাল কলেজে একটি সুপার স্পেশালিটি ব্লক এবং ওড়িশার বরাগড় হাসপাতালের একটি ক্রিটিক্যাল কেয়ার ব্লকের উদ্বোধন করেন। মধ্যপ্রদেশে পাঁচটি নতুন নার্সিং কলেজেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এদিন মোদি। প্রধানমন্ত্রী এমপ্লয়িজ স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন (ইএসআইসি)-এর আওতায় থাকা মধ্যপ্রদেশ, হরিয়ানা, কর্নাটকে বেশ কতকগুলি হাসপাতালের উদ্বোধন করেন। এর মাধ্যমে ৫৫ লক্ষ বিমাকৃত কর্মী নিজেদের পরিবারের চিকিৎসা করাতে পারবেন।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

PM Modi

bangla news

Bengali news

healthcare project

Ayurveda day


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর