img

Follow us on

Wednesday, Oct 16, 2024

PM Modi: ‘‘বিজেপি কর্মকর্তা হিসেবে গর্বিত’’, সক্রিয় সদস্যতা অভিযানের সূচনা করে বললেন মোদি

Sakriya Sadasyata Abhiyan: বিজেপির প্রথম সক্রিয় সদস্য় হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

img

বিজেপির সক্রিয় সদস্য হচ্ছেন মোদি (সংগৃহীত ছবি)

  2024-10-16 16:53:28

মাধ্যম নিউজ ডেস্ক: বিজেপির সক্রিয় সদস্যতা অভিযানের সূচনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। এর পাশাপাশি এদিন তিনি দলের প্রথম সক্রিয় সদস্যও হলেন। প্রসঙ্গত, এই সক্রিয় সদস্যতা (Sakriya Sadasyata Abhiyan) অভিযান চলবে ৩১ অক্টোবর পর্যন্ত। প্রধানমন্ত্রী এদিন সদস্যতা অভিযানের সূচনা করার সময় তাঁর সঙ্গে হাজির ছিলেন বিজেপির জাতীয় সভাপতির জেপি নাড্ডাও।

কী বললেন প্রধানমন্ত্রী (PM Modi)

এ নিয়ে প্রধানমন্ত্রী (PM Modi) নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, ‘‘বিকশিত ভারতের গতি আরও ত্বরান্বিত হবে। বিজেপি কর্মকর্তা হিসেবে গর্বিত বোধ করছি, প্রথম সক্রিয় সদস্য হওয়ার জন্য। আজকেই সক্রিয় সদস্যতা (Sakriya Sadasyata Abhiyan) অভিযান চালু হল আমাদের জাতীয় সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে। বিজেপির সদস্য অভিযান সংগঠনকে আরও শক্তিশালী করবে। পার্টি কর্মকর্তাদের অবদানের ফলে এই দেশ এগিয়ে যাবে।’’

এক্স হ্যান্ডেলে সক্রিয় সদস্য হওয়ার যোগ্যতার কথাও লেখেন প্রধানমন্ত্রী (PM Modi)। তিনি লেখেন, ‘‘একজন কর্মকর্তা ৫০ জনকে সদস্য করাতে পারলেই তিনি সক্রিয় সদস্য হতে পারবেন। যে কোনও একটি বুথে অথবা একটি বিধানসভার আসনের মধ্যেই এই সদস্যতা করাতে হবে। এর ফলে সেই সকল (যাঁরা সক্রিয় সদস্য হবেন) কর্মকর্তা মণ্ডল কমিটি বা তদূর্ধ্ব নির্বাচনের জন্য যোগ্যতা মান অর্জন করবেন। এর পাশাপাশি, তাঁরা দলের জন্য কাজ করার একাধিক সুযোগও পাবেন।

অফলাইন ও অনলাইন দুভাবেই হওয়া যাচ্ছে সদস্য

প্রসঙ্গত বিজেপি সক্রিয় সদস্যতা অভিযানে প্রত্যেক পার্টি কর্মী এবং নেতাকে নির্দেশ দেওয়া হয়েছে ১০০ জন নতুন সদস্য করার জন্য। বিজেপি কর্মকর্তাদের সক্রিয় সদস্য হওয়ার জন্য ১০০ টাকা করে দিতে হবে। পেমেন্ট করতে হবে নমো অ্যাপের মাধ্যমে। প্রসঙ্গত, বিজেপি বরাবরই লক্ষ্য রেখেছে তফশিলি জাতি, তফশিলি উপজাতি প্রভৃতি সম্প্রদায়ের প্রতি। এর পাশাপাশি যুব ও কৃষকদেরকেও বেশি করে সদস্য করার লক্ষ্য মাত্রা নেওয়া হয়েছে। প্রসঙ্গত সদস্যতা অভিযান শুরু হয়েছে গত সেপ্টেম্বর মাসেই। অফলাইন এবং অনলাইন দুভাবেই বিজেপির সদস্য হওয়া যাচ্ছে।’’



দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

bjp

Madhyom

PM Modi

bangla news

Bengali news

Sakriya Sadasyata Abhiyan


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর