img

Follow us on

Friday, Dec 27, 2024

PM Modi: বাজপেয়ীর জন্মবার্ষিকীতে গুচ্ছ প্রকল্পের শিলান্যাস-উদ্বোধন প্রধানমন্ত্রীর

Ken Betwa River: কেন-বেতোয়া নদী সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, আর কী কী করলেন মোদি...

img

অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সংগৃহীত ছবি।

  2024-12-26 15:39:14

মাধ্যম নিউজ ডেস্ক: প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর শততম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। সমাবেশে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী ভারত ও সারা বিশ্বের খ্রিস্টান সম্প্রদায়কে বড়দিনের শুভেচ্ছা জানান। মুখ্যমন্ত্রী মোহন যাদবের নেতৃত্বে গঠিত সরকার এক বছর পূর্ণ করেছে। সেই উপলক্ষে মধ্যপ্রদেশের (Ken Betwa River) জনগণকে অভিনন্দন জানান তিনি।

কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi)

প্রধানমন্ত্রী বলেন, গত এক বছরে উন্নয়নমূলক কাজের গতি বেড়েছে এবং কয়েক হাজার কোটি টাকার নতুন পরিকাঠামো প্রকল্প বাস্তবায়িত হয়েছে। তিনি বলেন, “আজ ঐতিহাসিক কেন-বেতোয়া নদী সংযোগ প্রকল্প, দাউধান বাঁধ এবং ওঙ্কারেশ্বর ভাসমান সৌর প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।” প্রধানমন্ত্রী এই দিনটিকে অত্যন্ত অনুপ্রেরণামূলক বলে অভিহিত করেন। কারণ এটি ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মশতবার্ষিকী উদযাপনের একটি উৎসব। বাজপেয়ীর স্মরণে স্মারক এদিন ডাকটিকিট ও মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।

অটল গ্রাম সুশাসন সদনের কাজ শুরু

প্রধানমন্ত্রী বলেন, “জাতির উন্নয়নে অটলজির অবদান আমাদের স্মৃতিতে চিরকাল অমলিন থাকবে। আজ থেকে ১,১০০টিরও বেশি অটল গ্রাম সুশাসন সদনের কাজ শুরু হবে এবং প্রথম কিস্তি ইতিমধ্যেই এ কাজের জন্য ছাড়া হয়েছে।” তিনি বলেন, “অটল গ্রাম সুশাসন সদন গ্রামীণ এলাকার উন্নয়নে চালিকাশক্তি হিসেবে কাজ করবে।” প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “সুশাসন দিবস এক দিনের ঘটনা নয়। সুশাসন আমাদের সরকারের পরিচয়।” কেন্দ্রে তৃতীয়বারের মতো টানা ক্ষমতায় থাকার সুযোগ দেওয়ার জন্য এবং মধ্যপ্রদেশেও ধারাবাহিকভাবে সুযোগ দেওয়ার জন্য জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, “এই সাফল্যের মূল চাবিকাঠি সুশাসন।”

আরও পড়ুন: ১৪০০ বছর আগেও কুম্ভমেলায় এসেছিলেন চিনা পর্যটক!

তিনি বুদ্ধিজীবী, রাজনৈতিক বিশ্লেষক এবং শিক্ষাবিদদের আহ্বান জানান এই বলে যে, স্বাধীনতার ৭৫ বছর পর দেশের মূল্যায়ন করুন। নিক্তি করুন উন্নয়ন, জনকল্যাণ ও সুশাসনের মতো বিষয়গুলিকে। প্রধানমন্ত্রী বলেন, “যদি আমাদের নির্দিষ্ট মানদণ্ডে মূল্যায়ন করা হয়, দেশ দেখতে পাবে আমরা সাধারণ মানুষের প্রতি কতটা নিবেদিত।” তিনি (PM Modi) বলেন, “আগের বিভিন্ন সরকার বিভিন্ন ঘোষণা করলেও সেগুলোর কার্যকর বাস্তবায়নের অভাব ও আন্তরিকতার ঘাটতির কারণে মানুষের কাছে তার সুবিধা (Ken Betwa River) পৌঁছায়নি।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Narendra Modi

PM Modi

bangla news

Bengali news

MP

news in bengali     

Ken Betwa River

ken betwa river linking project


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর