সাত দশক পর ফের চিতা ফিরল দেশে।
নরেন্দ্র মোদি
মাধ্যম নিউজ ডেস্ক: প্রায় ৭৪ বছর পর ফের ভারতের মাটিতে ঘুরে বেড়াচ্ছে চিতা (Cheetah Returned to India)। স্বাধীনতার পর থেকেই দেশ থেকে বিলুপ্ত হয় এই প্রাণী। ফলে এবারে নামিবিয়া থেকে ভারতে আনা হয়েছে আটটি চিতা। আফ্রিকার নামিবিয়া থেকে আনা আটটি চিতাকেই শনিবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে (Kuno National Park in Madhya Pradesh) ছাড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এবার এই চিতাগুলোরই নাম দিলেন তিনি। আটটি চিতার মধ্যে পাঁচটি নারী। এদের বয়স প্রায় ২ থেকে ৫ বছরের মধ্যে। এদিকে তিনটি পুরুষের বয়স সাড়ে ৪ থেকে সাড়ে ৫ বছরের মধ্যে।
জানা গিয়েছে, প্রধানমন্ত্রী যে চিতাটির নামকরণ করেছেন, তার নাম দিয়েছেন আশা। এই নামের পেছনে এক কারণও রয়েছে। আশা করা হয়েছে যে, এই ৪ বছর বয়সী চিতা কুনো ন্যাশনাল পার্কে চিতার জনসংখ্যা বাড়াতে সাহায্য করবে, তাই এর নাম আশা (Asha)।
আরও পড়ুন: চিতা নিয়ে কটাক্ষ অখিলেশের, এসপি নেতার ‘অজ্ঞতা’ নিয়ে বিদ্রুপ বিজেপির
আরও জানা গিয়েছে, ২.৫ বছর বয়সী চিতার নাম রাখা হয়েছে বিলসি (Bilsi)। বিলসির নামিবিয়ার এরিন্দি প্রাইভেট গেম রিজার্ভে ২০২০ সালের এপ্রিলে জন্ম হয়। এই আটটি চিতার মধ্যে সবচেয়ে বড় চিতার নাম রাখা হয়েছে সাশা (Sasha)। এর বয়স ৫ বছর। আরও একটি চিতার নাম রাখা হয়েছে সাভানা (Savannah)। আরেকটি মহিলা চিতার নাম রাখা হয়েছে সিয়ায়া (Siyaya)। বাকি তিনটি পুরুষ চিতার নাম রাখা হয়েছে ফ্রেডি (Freddie), এলটন (Elton) ও ওবান (Oban)।
ভারতে এসে মাত্র দুদিন কেটেছে চিতাগুলোর, তাতেই এরা ভারতের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়েছে বলে জানিয়েছে বিশেষজ্ঞরা। এটিই বিশ্বের প্রথম ঘটনা যেখানে, বৃহত্তম কার্নিভোর প্রাণী এক মহাদেশ থেকে আরেক মহাদেশে স্থানাস্তর করা হয়েছে। জানা গিয়েছে, দক্ষিণ আফ্রিকা এবং নামিবিয়া থেকে আগামী পাঁচ বছর ধরে ধাপে ধাপে আরও ৫০টি চিতা আনা হবে ভারতে। কুনো জাতীয় উদ্যানে চিতাগুলিকে রাখার জন্য বিশেষ বন্দোবস্তও করা হয়েছে। ভারত সরকারের 'প্রজেক্ট চিতা' প্রকল্পের অধীনে দেশে নতুন চিতা আনা হয়েছে। ভারতে চিতাদের বাসস্থান ফের গড়ে তুলতে কেন্দ্রীয় সরকারের এই বিশেষ পদক্ষেপ।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।