img

Follow us on

Monday, Jan 06, 2025

PM Modi: “গ্রামীণ ভারতে নতুন শক্তি জোগাচ্ছে কেন্দ্রীয় সরকারের নীতি”, বললেন প্রধানমন্ত্রী

Rural India: “গ্রামীণ ভারতে ক্ষমতায়ন আনয়ন করাই আমাদের লক্ষ্য”, বললেন মোদি...

img

গ্রামীণ ভারতে ক্ষমতায়ন আনয়নই আমাদের লক্ষ্য, বললেন প্রধানমন্ত্রী। ফাইল ছবি।

  2025-01-04 20:53:05

মাধ্যম নিউজ ডেস্ক: “সমাজে ক্ষমতায়নের উদ্দেশ্যে কেন্দ্রীয় সরকারের মনোভাব, নীতিমালা এবং সিদ্ধান্ত গ্রামীণ ভারতে নতুন শক্তি জোগাচ্ছে।” শনিবার কথাগুলি বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। নয়াদিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত গ্রামীণ ভারত মহোৎসব ২০২৫-এ অংশগ্রহণ করেন তিনি। এই উৎসবটি 'উন্নত ভারত ২০৪৭-এর জন্য একটি দৃঢ় গ্রামীণ ভারত নির্মাণ' থিমের অধীনে গ্রামীণ ভারতের চেতনাকে তুলে ধরে (Rural India)।

কী বললেন প্রধানমন্ত্রী? (PM Modi)

প্রধানমন্ত্রী বলেন, “আমাদের সরকারের অভিপ্রায়, নীতি এবং সিদ্ধান্তগুলি গ্রামীণ ভারতে নতুন উদ্দীপনা সৃষ্টি করছে। আমাদের লক্ষ্য হল গ্রামীণ ভারতে ক্ষমতায়ন আনয়ন করা, যাতে গ্রামগুলিকে একটি গতিশীল উন্নয়ন ও সুযোগের কেন্দ্র হিসেবে রূপান্তরিত করা যায়।” ভারতের উন্নতমানের স্বাস্থ্যসেবার কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী (PM Modi)। এই সেবা দেশের দূরবর্তী এলাকাগুলিতেও পৌঁছে যাচ্ছে। কোভিড যুগের কথা স্মরণ করে তিনি বলেন, সেই সময় বিশ্ব সন্দেহ করেছিল যে ভারতীয় গ্রামগুলি কীভাবে এই সঙ্কট মোকাবিলা করবে।

কোভিড মহামারী

প্রধানমন্ত্রী বলেন, “কোভিড মহামারীর সময়, বিশ্ব সন্দেহ প্রকাশ করেছিল যে ভারতীয় গ্রামগুলি কীভাবে এই সঙ্কট সামলাবে। কিন্তু আমরা নিশ্চিত করেছিলাম যে টিকার সুবিধা প্রতিটি গ্রামের শেষ মানুষ পর্যন্ত পৌঁছেছে। গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক নীতির প্রয়োজন।  আমি গর্বিত যে গত ১০ বছরে আমাদের সরকার প্রতিটি গ্রামের প্রতিটি শ্রেণির জন্য বিশেষ নীতি এবং সিদ্ধান্ত কার্যকর করেছে।” 

আরও পড়ুন: কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে এফআইআর করতে রাজ্যের অনুমতি লাগবে না, সিবিআইকে সুপ্রিম-স্বস্তি

এনডিএ নেতৃত্বাধীন বিজেপি সরকারের কাজের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, “দেশের লাখো গ্রামের প্রতিটি বাড়িতে বিশুদ্ধ পানীয় জল ও মৌলিক সুবিধা পৌঁছচ্ছে।” তিনি বলেন, “আজ, ১.৫ লাখের বেশি আয়ুষ্মান আরোগ্য মন্দিরে স্বাস্থ্যসেবার উন্নত অপশন পাচ্ছেন মানুষ। ডিজিটাল প্রযুক্তির সাহায্যে আমরা দেশের সেরা ডাক্তার এবং হাসপাতালগুলিকে গ্রামগুলির সঙ্গে সংযুক্ত করেছি এবং টেলিমেডিসিনের সুবিধাও গ্রহণ করেছি।” তিনি বলেন, “গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করার জন্য, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে, অর্থনৈতিক নীতিগুলি গ্রামাঞ্চলের প্রতিটি (Rural India) শ্রেণির কথা মাথায় রেখে তৈরি করা হয়েছে (PM Modi)।”

 

  দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  WhatsappFacebookTwitterTelegram এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

Narendra Modi

PM Modi

bangla news

Bengali news

news in Bengali  

Rural India


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর