img

Follow us on

Friday, Nov 22, 2024

PM Modi: প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা মোদির

"চতুর্থ যে শিল্পবিপ্লব আসতে চলেছে, তা ভারতের আকাঙ্খার ফসল..."

img

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।

  2023-07-29 12:50:20

মাধ্যম নিউজ ডেস্ক: সেমিকন্ডাক্টর উৎপাদন ব্যাপক হারে বাড়াতে প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। শুক্রবার গুজরাটের গান্ধীনগরে সেমিকন ইন্ডিয়া ২০২৩ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। সেখানেই তিনি প্রযুক্তি সংস্থাগুলিকে ৫০ শতাংশ আর্থিক সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন। প্রধানমন্ত্রী বলেন, “পৃথিবীতে যত শিল্পবিপ্লব হয়েছে, প্রত্যেকটি বিভিন্ন সময়ে মানুষের আকাঙ্খার ফসল। আর চতুর্থ যে শিল্পবিপ্লব আসতে চলেছে, তা ভারতের আকাঙ্খার ফসল।”

ইনসেনটিভের ঘোষণা 

তিনি জানান, দেশে সেমিকন্ডাক্টর শিল্পের প্রসারে প্রয়োজনীয় পরিকাঠামো তৈরি করা হচ্ছে। প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “সেমিকন ইন্ডিয়া প্রকল্পের অংশ হিসেবে ইনসেনটিভ দেওয়া হচ্ছে। প্রযুক্তি সংস্থাগুলিকে সেমিকন্ডাক্টর উৎপাদনের জন্য ৫০ শতাংশ আর্থিক সাহায্যও দেওয়া হবে।” দেশে দ্রুত সেমিকন্ডাক্টর ক্ষেত্রের প্রসার ঘটবে বলেও আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “এক বছর আগে লোকে জিজ্ঞেস করতেন, কেন তাঁরা ভারতে সেমিকন্ডাক্টর ক্ষেত্রে বিনিয়োগ করবেন। আর এখন তাঁরাই জিজ্ঞেস করেন, কেন বিনিয়োগ করবেন না।”

সেমিকন্ডাক্টরের ব্যবহার 

দেশে সেমিকন্ডাক্টর ডিজাইন নিয়ে পাঠক্রম চালু করতে ৩০০টি কলেজকে বেছে নেওয়া হয়েছে বলেও জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, “বিশ্বের প্রতি নিজের কর্তব্য সম্পর্কে ভারত খুবই সচেতন। তাই এই নয়া উদ্যোগে আরও কিছু বন্ধু দেশকে পাশে নিয়ে হাঁটবে তারা।” প্রসঙ্গত, আধুনিক বিশ্বে সেমিকন্ডাক্টরের ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ। মোবাইল থেকে শুরু করে বিভিন্ন আধুনিক বৈদ্যুতিন যন্ত্রপাতিতে ব্যবহার হয় সেমিকন্ডাক্টর (PM Modi)। তাই এর উৎপাদন বাড়িয়ে আত্মনির্ভর ভারতের স্বপ্ন সফল করতে তৎপর মোদি সরকার।

আরও পড়ুুন: হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য! রামনবমী মামলা ফিরিয়ে দিলেন বিচারপতি

৫ বছরে ভারতে ৩৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে এএমডি

এদিকে, ভারতে প্রায় ৩ হাজার ৩০০ কোটি টাকা বিনিয়োগ করবে বিশ্বের অন্যতম বৃহৎ সেমিকন্ডাক্টর উৎপাদনকারী সংস্থা এএমডি। শুক্রবার সংস্থার তরফে একথা জানানো হয়েছে। আগামী পাঁচ বছর ধরে এই বিনিয়োগ হবে। এজন্য বেঙ্গালুরুতে পাঁচ লক্ষ স্কোয়ার ফুটের আর অ্যান্ড ডি (গবেষণা) ক্যাম্পাস খোলা হবে। এটাই হবে বিশ্বের সর্ববৃহৎ ক্যাম্পাস। চলতি বছর শেষ হওয়ার আগেই এই ক্যাম্পাস খুলে যাবে বলেও আশা প্রকাশ করা হয়েছে সংস্থার তরফে। তথ্যপ্রযুক্তি মন্ত্রী রাজীব চন্দ্রশেখর বলেন, “ভারতে এএমডি যে বৃহত্তম আর অ্যান্ড ডি ডিজাইন সেন্টার খুলতে চলেছে তাকে স্বাগত। ভারত এবং এএমডির যৌথ উদ্যোগে ওই প্রকল্প হচ্ছে। বিশ্বমানের একটি সেমিকন্ডাক্টর ডিজাইন তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই সেন্টার।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

PM Modi

bangla news

Bengali news

Semiconductor

manufacturing


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর