img

Follow us on

Sunday, Jan 19, 2025

River Cruise: বেনারস থেকে বাংলাদেশ হয়ে অসম! পৃথিবীর দীর্ঘতম রিভার ক্রুজ উদ্বোধন করবেন মোদি

জানা গিয়েছে, এই ক্রুজটি মোট  ৫০টি ঐতিহ্যবাহী পর্যটন স্থান পরিদর্শন করবে।

img

রিভার ক্রুজ

  2023-01-02 18:42:23

মাধ্যম নিউজ ডেস্ক: ১৩ জানুয়ারি বিশ্বের দীর্ঘতম নদী ক্রুজ (River Cruise) উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ক্রুজটি উত্তর প্রদেশের বেনারস (অধূনা বারাণসী) থেকে যাত্রা শুরু করে বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় পৌঁছবে। ৫০ দিনের এই ক্রুজ যাত্রা হবে এক অনন্য অনুভূতি। গঙ্গা, ভাগীরথী, হুগলি, ব্রহ্মপুত্র এবং পশ্চিম উপকূলের খাল সহ ২৭টি নদীর প্রণালীর মধ্যে দিয়ে মোট ৩২০০ কিলোমিটার যাত্রা করবে।

কী বলেছেন প্রধানমন্ত্রী?

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩০ ডিসেম্বর বলেছিলেন, "এই ক্রুজটি (River Cruise) হবে বিশ্বের সবচেয়ে আধুনিক এবং অনন্য ক্রুজ। ভারতের ক্রমবর্ধমান পর্যটনকে আরও উন্নত করবে এই ক্রুজ। আমি পশ্চিমবঙ্গের জনগণকে এই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করার জন্য আবেদন জানাচ্ছি।" শুক্রবার ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধনের সময় একথা বলেন প্রধানমন্ত্রী। সেই সময়ই ১৩ তারিখে ক্রুজটি উদ্বোধন করার ঘোষণাও করেন তিনি।    

জানা গিয়েছে, এই ক্রুজটি (River Cruise) মোট ৫০টি ঐতিহ্যবাহী পর্যটন স্থান পরিদর্শন করবে। তীর্থযাত্রীদের জন্যে এই ভ্রমণ আদর্শ। এর মধ্যে রয়েছে বেনারসের গঙ্গা আরতি, কাজিরঙ্গা জাতীয় উদ্যান এবং সুন্দরবন। এই ক্রুজটি ১১০০ কিলোমিটার পথ বাংলাদেশের মধ্যে দিয়ে যাবে। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই ক্রুজটি একটি বেসরকারি সংস্থা পরিচালনা করবে। বর্তমানে কেন্দ্রীয় সরকারের পুরো মনযোগ উন্নয়ন ও জলপথের দিকে। এ বিষয়ে কেন্দ্র আরও গুরুত্বপূর্ণ কিছু পরিকল্পনা নিয়েছে। এই ক্রুজটি সফলভাবে পরিচালনার জন্য নেভিগেশন সুবিধা এবং জেটির ব্যবস্থা করা হচ্ছে।

আরও পড়ুন: কোনও ভুল করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি! সরকারের নোটবন্দির সিদ্ধান্তেই সিলমোহর সুপ্রিম কোর্টের 
 
বন্দর, নৌ-পরিবহন ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল সম্প্রতি বলেন, "উপকূলীয়-নদী পরিবহন, ক্রুজ (River Cruise) পরিষেবা উন্নত করাই এখন কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কেন্দ্রীয় সরকার দেশে ১০০টি জলপথ তৈরির পরিকল্পনা নিয়েছে। এর পাশাপাশি এসব নৌপথে ক্রুজ জাহাজ পরিচালনার বিষয়েও পরিকল্পনা নেওয়া হয়েছে।" 

আগেকার সময়ে জলপথে বাণিজ্যের প্রসঙ্গ তুলে প্রধানমন্ত্রী (River Cruise) আরও বলেন, "আগে জলপথ ব্যবহার করা হত বাণিজ্য ও পর্যটনের জন্য। সেজন্য নদীর ধারে জনবসতি গড়ে ওঠে। শিল্পও গড়ে ওঠে নদীর ধারে। সেই জলপথকে ব্যবহার করেই পর্যটকদের নতুন ‘উপহার’ দিতে চলেছে কেন্দ্র।"

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

Narendra Modi

River Cruise


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর