বিতরণ হবে ২১ হাজার কোটি টাকা, উপকৃত হবেন ১০ কোটিরও বেশি কৃষক...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী কিষান নিধি (Pradhan Mantri Kisan Samman Nidhi) প্রকল্পের ১১তম কিস্তির ২১ হাজার কোটি টাকার বিতরণের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। এই প্রকল্পে উপকৃত হবেন ১০ কোটিরও বেশি কৃষক। ৩১ মে হিমাচল প্রদেশের সিমলায় ওই প্রকল্পের সূচনা হবে।
সমাজের প্রান্তবাসী মানুষের কল্যাণে একাধিক প্রকল্প চালু করেছেন মোদি। প্রধানমন্ত্রী কিষান সম্মান (pm-kisan) সম্মাননিধি যোজনা তারই একটি। এই যোজনায় কৃষকদের অ্যাকাউন্টে কেন্দ্রের তরফে তিন দফায় দেওয়া হবে ২০০০ করে টাকা। গরিব কল্যাণ সম্মেলন নামের ওই অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রের ১৬টি প্রকল্প ও কর্মসূচির সূচনা করার পাশাপাশি সুবিধাভোগীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মত বিনিময়ও করবেন প্রধানমন্ত্রী। এক বিবৃতি জারি করে একথা জানিয়েছে কৃষি মন্ত্রক। ওই বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী ২১ হাজার কোটি টাকার কিষান সম্মান নিধি প্রকল্পের একাদশতম কিস্তি প্রকাশ করবেন। দিল্লির পুসা কমপ্লেক্স থেকে এই অনুষ্ঠানে যোগ দেবেন কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর।
আরও পড়ুন : "গত ৮ বছরে এমন কিছুতে লিপ্ত হইনি যাতে লজ্জায় মাথা নোয়াতে হয়", গুজরাতে মোদি
পিএম কিষান প্রকল্পে যোগ্য কৃষক পরিবারগুলিকে ফি বছর ৬ হাজার টাকার করে আর্থিক সুবিধা দেওয়া হয়। তবে পুরো টাকা একসঙ্গে দেওয়া হয় না। প্রতি কিস্তিতে দু হাজার করে মোট তিন দফায় ওই টাকা মেলে। টাকা সরাসরি সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়া হয়। পয়লা জানুয়ারি ওই প্রকল্পের দশম কিস্তি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। এবার একাদশতম কিস্তি।
আরও পড়ুন : মোদিময় জাপান! প্রধানমন্ত্রীকে দেখেই উঠল ‘মোদি মোদি’, ‘ভারত মাতা কি জয়’ স্লোগান
মন্ত্রকের মতে, এটি হবে দেশের সবচেয়ে বড় একক কর্মসূচি। কারণ আলোচনা হবে দেশব্যাপী। প্রধানমন্ত্রীর সঙ্গে মত বিনিময় করবেন সুবিধাভোগীরা। এই প্রকল্প কীভাবে তাঁদের জীবনকে প্রভাবিত করেছে, তাও জানাবেন তাঁরা। গরিব কল্যাণে কেন্দ্রের নানা প্রকল্প রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হল, পিএম কিষান, প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা (pradhan mantri ujjwala yojana), পোষণ অভিযান, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা, স্বচ্ছ ভারত মিশন (Swachh Bharat Mission), জল জীবন মিশন এবং আমরুত। রয়েছে প্রধানমন্ত্রী স্বনিধি যোজনা, এক জাতি-এক রেশন (one nation one ration) কার্ড, প্রধানমন্ত্রী গরিবকল্যাণ আন্না যোজনা, আয়ুষ্মান ভারত (Ayushman Bharat), প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, আয়ুষ্মান ভারত স্বাস্থ্য ও সুস্থতা এবং প্রধানমন্ত্রী মুদ্রা (pradhan mantri mudra yojana) যোজনা।
জাতীয় এই অনুষ্ঠানটি দূরদর্শনের জাতীয় ও আঞ্চলিক চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে। প্রসঙ্গত, এই প্রকল্পের সুবিধা পেতে হলে সুবিধাভোগীকে ই-কেওয়াইসি (e-KYC) করতে হবে। এজন্য সময় দেওয়া হয়েছে ৩১ মে পর্যন্ত। এই ই-কেওয়াইসি করা থাকলেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে মিলবে টাকা।