সোমেশ্বরে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ১০০ শয্যার উপজেলা হাসপাতাল...
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: পুজোর আগেই দু’ দিনের উত্তরাখণ্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেবভূমিতে ৪ হাজার ২০০ কোটি টাকার একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করবেন তিনি। বুধবার সরকারি এক বিবৃতিতেই জানানো হয়েছে এ খবর। উত্তরাখণ্ড সফরে গিয়ে আলমোড়ার জগেশ্বর ধামেও যাবেন প্রধানমন্ত্রী। পুজো দেবেন পার্বতী কুণ্ডেও। সাক্ষাৎ করবেন ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি এবং বিআইও আধিকারিকদের সঙ্গে।
জানা গিয়েছে, সফরের প্রথম দিন প্রধানমন্ত্রী যাবেন পিথাগোড়া জেলায়। সেখানে থাকবেন মায়াবতী আশ্রমে। এদিন চিন সীমান্তের কাছে অবস্থিত পবিত্র আদি কৈলাসেও যেতে পারেন তিনি। সেখানে দেবেন পুজো। ফি বছর বহু পুণ্যার্থী আসেন আদি কৈলাসে। বিয়াস উপত্যকায় অবস্থিত জোলিকাং ঘুরে দেখার ইচ্ছেও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী (PM Modi)।
আদি কৈলাস দর্শনের পর পিথোরাগড়ে ৪ হাজার ২০০ কোটি টাকার উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এর মধ্যে রয়েছে সড়ক, সেচ, পানীয় জল, কৃষি, স্বাস্থ্য এবং বিপর্যয় মোকাবিলা সংক্রান্ত একাধিক প্রকল্প। দেরাদুনে রাজ্য জরুরি অপারেশন সেন্টারের উন্নয়ন ও বালিয়ানালা, নৈনিতালে ধস প্রতিরোধ করতেও একাধিক পদক্ষেপ করা হবে কেন্দ্রের এই প্রকল্পের অধীনে। জগেশ্বর ধাম, হাত কালিকা ও নয়নাদেবী মন্দিরের পরিকাঠামো উন্নয়নের জন্যও কেন্দ্রের তরফে অর্থ বরাদ্দ করা হয়েছে। সোমেশ্বরে কেন্দ্রীয় প্রকল্পের অধীনে ১০০ শয্যার উপজেলা হাসপাতাল তৈরি করা হবে। চম্পায় তৈরি করা হবে ৫০ শয্যার হাসপাতাল বেলক।
আরও পড়ুুন: কামদুনিকাণ্ডের শেষ দেখতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ টুম্পা-মৌসুমীরা, ফের নিশানা রাজ্যকে
অনুষ্ঠান শেষে তিনি যাবেন গুঞ্জি গ্রামে। সেখানে প্রধানমন্ত্রী কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। এখানেই ভারতীয় সেনাবাহিনী, আইটিবিপি জওয়ান এবং বিআরও আধিকারিকদের সঙ্গে দেখা করবেন তিনি। প্রধানমন্ত্রীর (PM Modi) সফর বিঘ্নহীন করতে চেষ্টার ত্রুটি রাখছে না স্থানীয় প্রশাসন। শুরু হয়ে গিয়েছে প্রস্তুতি। প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরের জায়গাগুলি ঘিরে ফেলা হয়েছে নিরাপত্তার ঘেরাটোপে।
দোরগোড়ায় পুজো। তার আগেই শুরু হয়ে যাবে নবরাত্রি উৎসব। এই নবরাত্রি উৎসবের দিনগুলিতে প্রধানমন্ত্রী উপোস করেন। সেজন্য অবশ্য পরিশ্রমে খামতি থাকে না তাঁর। নবরাত্রি উৎসবের সময় বিদেশে থাকলেও, এর অন্যথা হয় না প্রধানমন্ত্রীর (PM Modi)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।