“২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালা মূর্তির..."
প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানাচ্ছেন রামমন্দিরের কর্তাব্যক্তিরা।
মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২২ জানুয়ারি হবে রামমন্দিরের (Ram Temple) উদ্বোধন। গর্ভগৃহে ওই দিনই প্রতিষ্ঠা হবে রামলালার বিগ্রহের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। দিনটিকে আবেগপূর্ণ আখ্যা দিয়েছেন তিনি। জানিয়েছেন, উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পেয়ে তিনি নিজেকে ধন্য মনে করছেন। একটি ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে পারবেন বলেও খুশি তিনি।
এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লিখেছেন, “আজকের দিনটি আবেগে পূর্ণ। সম্প্রতি রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে কয়েকজন আমার সঙ্গে সাক্ষাৎ করতে আমার বাসভবনে এসেছিলেন। তাঁরা আমাকে রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানে অযোধ্যায় যাওয়ার আমন্ত্রণ জানিয়েছেন। ওঁদের আমন্ত্রণ পেয়ে আমি ধন্য। আমার সৌভাগ্য যে আমার জীবদ্দশায় একটি ঐতিহাসিক অনুষ্ঠানের সাক্ষী হতে চলেছি।” শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের সাধারণ সম্পাদক চম্পত রাই বলেন, “২২ জানুয়ারি প্রাণ প্রতিষ্ঠা হবে মূর্তির। অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আরএসএসের সরসংঘ চালক মোহন ভাগবত, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।”
তিনি বলেন, “শ্রীরাম জন্মভূমি ট্রাস্টের তরফে আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করেছি। ২২ জানুয়ারি মন্দিরের গর্ভগৃহে ভগবান রামের মূর্তি প্রতিষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে আমরা প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আমাদের আমন্ত্রণ গ্রহণ করেছেন। ২২ জানুয়ারি তিনি উপস্থিত থাকবেন। ২২ জানুয়ারিই প্রাণ প্রতিষ্ঠা হবে মূর্তির।” জানা গিয়েছে, মন্দিরের (Ram Temple) উদ্বোধনী অনুষ্ঠানে যাতে দেশের সাধু-সন্তরাও উপস্থিত থাকেন, তাই ইতিমধ্যেই আমন্ত্রণ জানানো হয়েছে তাঁদের।
আরও পড়ুুন: রেশন দুর্নীতি মামলায় গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক
এদিকে, রামমন্দির প্রতিষ্ঠার দিনক্ষণ ঘোষণা হয়ে যাওয়ার পরেই গতি এসেছেন নির্মাণকার্যে। যুদ্ধকালীন তৎপরতায় চলছে কাজ। মন্দিরের প্রধান পুরোহিত সত্যেন্দ্র দাস জানান, রামলালা দর্শনে পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাই বসানো হবে ৪২টি দরজা। মন্দিরের গর্ভগৃহে একটি সোনার দরজাও বসানো হবে। দরজায় খোদাই থাকবে ময়ূর, কলস, চক্র এবং ফুল। গর্ভগৃহে রামের দু’টি ছোট মূর্তি স্থাপন করা হবে। গর্ভগৃহের (Ram Temple) দেওয়াল তৈরি হচ্ছে সাদা মার্বেল দিয়ে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।