BJP: ‘এক হ্যায় তো সেফ হ্যায়’, বিজেপির ভোট বৈতরণী পার অনায়াস হয়েছে মোদির স্লোগানেই!
মোদি ম্যাজিকেই ছত্রখান বিরোধীরা। ফাইল ছবি।
মাধ্যম নিউজ ডেস্ক: মোদি ম্যাজিকেই বাজিমাত হয়েছে মহারাষ্ট্র-হরিয়ানায়। মেট্রিজের সাম্প্রতিক এক সমীক্ষাতে উঠে এসেছে এই তথ্য। ২০১৪ সালে যখন তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখনও দেশজুড়ে (BJP) মোদি-হাওয়া (PM Modi)। সেই হাওয়াই পালে লেগে অনায়াস হয়েছে বিজেপির ভোট বৈতরণী পার।
২০১৪ সালে বস্তুত মোদি ঝড়েই বিরোধীরা উড়ে গিয়েছিল খড়কুটোর মতো। প্রধানমন্ত্রী হন মোদি। তার পর থেকে গত ১০ বছরে মোদির জনপ্রিয়তা বেড়েছে বই কমেনি। চলতি বছর লোকসভা নির্বাচনেও মোদি ক্যারিশ্মায়ই কুপোকাত হয়েছে বিরোধী শিবির। কেবল দেশবাসী নন, মোদির বাগ্মিতায় মুগ্ধ বিশ্বের বিভিন্ন রাষ্ট্রের প্রধানরা। অক্টোবরের ৫ তারিখে নির্বাচন হয় হরিয়ানার ৯০টি আসনে। আর ২০ নভেম্বর নির্বাচন হয় মহারাষ্ট্রের ২৮৮টি আসনে। দুই রাজ্যেই পদ্মের জয়জয়কার। হরিয়ানায় ৪৮টি আসন পেয়েছে বিজেপি। আর মহারাষ্ট্রে বিজেপি একাই পেয়েছে ১৩২টি আসন। বিজেপি, শিবসেনা এবং এনসিপির মহাজোট (মহাযুতি) পেয়েছে ২৩৫টি আসন। দুই রাজ্যেই সরকার গড়েছে পদ্ম শিবির।
সমীক্ষা চালানো হয়েছিল ২৫ নভেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত। মহারাষ্ট্রে মতামত নেওয়া হয়েছিল ৭৬ হাজার ৮৩০ জনের। আর হরিয়ানায় মতামত নেওয়া হয়েছিল ৫৩ হাজার ৬৪৭ জনের। এই সমীক্ষাতেই ধরা পড়েছে মোদির (PM Modi) জনপ্রিয়তার ছবি। লোকসভা নির্বাচনে বিজেপির আসন কিছু কমেছে ঠিকই, তবে মোদির জনপ্রিয়তা অটুট। সমীক্ষায় প্রকাশ, মোদির ওপর আস্থা রেখেছেন ৫৫ শতাংশ ভোটার। হরিয়ানার ৫৩ শতাংশ ভোটারও আস্থা রেখেছেন মোদির ওপর।
আরও পড়ুন: ডোভালের বৈঠকে গলল বরফ, ফের শুরু হতে চলেছে কৈলাস মানস সরোবর যাত্রা
মোদির বিরুদ্ধে সংবিধান বদলানোর অভিযোগ তুলে হাওয়া গরম করার চেষ্টা করেছিল কংগ্রেস। মহারাষ্ট্র এবং হরিয়ানায় প্রচারে গিয়ে সে কথা ফলাও করে বলেছিলেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধীও। তার পরেও অটুট মোদি ম্যাজিক। সমীক্ষা থেকেই জানা গিয়েছে, রাহুলের ওপর তেমন আস্থা দেখাননি ভোটাররা। মোদির দৃঢ় মানসিকতা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার কাছে স্রেফ উড়ে গিয়েছেন রাহুল। জানা গিয়েছে, মোদির জনপ্রিয়তা, তাঁর সরকারের প্রতি বিশ্বাস এবং ‘এক হ্যায় তো সেফ হ্যায়’ এবং ‘বাটেঙ্গে তো কাটেঙ্গে’র মতো (BJP) স্লোগানেই কুপোকাত হয়েছেন বিরোধীরা (PM Modi)।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।