img

Follow us on

Friday, Nov 22, 2024

Train Accident: ‘‘দোষীদের শাস্তি হবে, ঘটনার তদন্তও হবে’’, বালাসোরে বললেন মোদি

শনিবার বিকাল চারটের কিছু আগেই বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছে যান প্রধানমন্ত্রী

img

আহতদের সঙ্গে কথা বলছেন প্রধানমন্ত্রী

  2023-06-03 20:43:28

মাধ্যম নিউজ ডেস্ক:  শনিবার বিকাল চারটের কিছু আগেই বালাসোরের দুর্ঘটনাস্থলে পৌঁছে যান প্রধানমন্ত্রী। সেখানে গিয়ে উদ্ধারকাজ সম্পর্কিত খোঁজখবর নেন। একইসঙ্গে উদ্ধারকর্মীদের সঙ্গে সঙ্গে কথা বলেন মোদি। প্রধানমন্ত্রী এদিন বলেন, ‘‘আমি আহতদের সঙ্গে কথা বলেছি। আমার দুঃখ প্রকাশ করার ভাষা নেই। দোষীদের শাস্তি হবে। কী ভাবে এই ঘটনা ঘটল তার পূর্ণাঙ্গ তদন্ত হবে।’’ তিনি আরও বলেন, ‘‘এই ঘটনা থেকেও আমরা অনেক কিছু শিখব এবং নাগরিক সুরক্ষার কথা মাথায় রেখে আমাদের ব্যবস্থাগুলিকেও এগিয়ে নিয়ে যাব।’’ সূত্রের খবর, এদিন ঘটনাস্থল থেকেই স্বাস্থ্যমন্ত্রীকে ফোন করেন মোদি। আহতদের চিকিৎসার যাতে কোনও সমস্যা না হয় তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রেলের তরফ থেকে জানানো হয়েছে যে এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ২৮৮ এবং আহত ১০৯১।

আরও পড়ুন: বালাসোর যেন মৃত্যুপুরী! রেললাইনে শোয়ানো সারি সারি দেহ

প্রধানমন্ত্রী ত্রাণ তহবিল থেকেও ক্ষতিপূরণ

প্রসঙ্গত, ভারতীয় রেলের পাশাপাশি প্রধানমন্ত্রীও তাঁর ত্রাণ তহবিল থেকে দুর্গতদের জন্য ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। নিহতদের পরিবার পিছু ২ লাখ টাকা, আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়ার কথা শনিবার সকালেই ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

Tags:

Madhyom

bangla news

Bengali news

coromandel express derailment

Pm Modi at Balasore

Odisha derailment


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর