img

Follow us on

Wednesday, Jan 22, 2025

Narendra Modi: গোয়ায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, দেওয়া হল নতুন নাম

Narendra Modi: বিমানবন্দরের কী নাম দেওয়া হল?

img

নরেন্দ্র মোদি

  2022-12-11 21:55:25

মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার অর্থাৎ ১১ ডিসেম্বর গোয়া সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সন্ধ্যা নাগাদ তিনি পৌঁছে গোয়াবাসীকে এক ঝাঁ চকচকে বিমানবন্দর উপহার দিলেন। কর্মসূচি অনুযায়ী, এদিন উত্তর গোয়ার মোপায় এই আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম ধাপ উদ্বোধন করলেন তিনি। এদিন তাঁর উপস্থিতিতেই এই বিমান বন্দরের নামকরণও করা হল। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের নামে নামকরণ করা হয়েছে এই বিমানবন্দরের। প্রসঙ্গত, ২০১৯ সালে তাঁর মৃত্যু হয়। গোয়ার রাজধানী পানাজি থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে এই মনোহর পারিকর আন্তর্জাতিক বিমানবন্দর।

মনোহর পারিকর আন্তর্জাতিক বিমানবন্দর

এই বিমানবন্দর হবে গোয়ার দ্বিতীয় বিমানবন্দর। বিমানবন্দরের ভিত্তিপ্রস্তর প্রধানমন্ত্রী (Narendra Modi) ২০১৬ সালে স্থাপন করেছিলেন। ২৮৭০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই বিমানবন্দরটি পণ্য পরিষেবাগুলিও পূরণ করবে। যেখানে ডাবোলিম বিমানবন্দরটি ১৫টি অভ্যন্তরীণ এবং ৬টি আন্তর্জাতিক গন্তব্যে সরাসরি সংযোগ স্থাপন করে। সেখানে এই বিমানবন্দরের মাধ্যমে ৩৫টি অভ্যন্তরীণ এবং ১৮টি আন্তর্জাতিক বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ হবে। ফলে মোপা বিমানবন্দরটি ডাবোলিম বিমানবন্দেরর চেয়ে বেশি উন্নত। সূত্রের খবর অনুযায়ী, এই বিমানবন্দরটি ৫ জানুয়ারী থেকে চালু হবে। বিমানবন্দরটি পর্যটনের ক্ষেত্রে অনেক সহায়ক হবে। এবং গোয়ার আর্থ-সামাজিক ক্ষেত্রকে আরও উন্নত করবে বলে জানানো হয়েছে।

এছাড়াও জানা গিয়েছে, প্রথম পর্যায়ে বিমানবন্দরটি বছরে ৪৪ লাখ যাত্রী বহন করতে সক্ষম এবং প্রকল্পটি শেষ হলে বছরে এক কোটি যাত্রী চলাচল করতে পারবেন। ডাবোলিম বিমানবন্দরের বার্ষিক সাড়ে আট লক্ষ যাত্রীবহন ক্ষমতা রয়েছে। কিন্তু এতে পণ্য পরিবহনের সুবিধা নেই, অন্যদিকে নতুন বিমানবন্দরে পণ্য পরিবহনের সুবিধাও রয়েছে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, বিমানবন্দরটি সবুজবান্ধব। এছাড়াও থ্রি-ডি মনোলিথিক প্রিকাস্ট প্রযুক্তি, ফাইভ-জির মত সেরা প্রযুক্তিতে তৈরি হয়েছে নতুন বিমানবন্দরটি। 

এছাড়াও এদিন নরেন্দ্র মোদি (Narendra Modi) ভিডিও কনফারেন্সের মাধ্যমে গোয়ার আয়ুষ ইনস্টিটিউটের পাশাপাশি গাজিয়াবাদ ও দিল্লির আয়ুষ ইনস্টিটিউটের উদ্বোধন করেন। মহারাষ্ট্রে এদিন মোদি নাগপুর মেট্রোর প্রথম ধাপের উদ্বোধন করার পাশাপাশি নাগপুর মেট্রোর দ্বিতীয় ধাপের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)।

Tags:

Narendra Modi

PM Inaugurates Goa's New Airport

Manohar Parrikar International Airport


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর