'জন সমর্থ' পোর্টালেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। ১২টি সরকারি প্রকল্পের ঋণ-সম্পর্কিত তথ্য প্রদানের জন্য তৈরি এই পোর্টাল...
বিশেষ কয়েন সিরিজ।
মাধ্যম নিউজ ডেস্ক: স্বাধীনতার ৭৫ বছর উপলক্ষে সোমবার ১, ২, ৫, ১০ ও ২০ টাকার কয়েনের বিশেষ সিরিজ (Special Coin Series) উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Modi)। কয়েনে এমন কিছু বিশেষ বৈশিষ্ট্য থাকবে যাতে দৃষ্টিহীনরাও খুব সহজেই কয়েনগুলির মধ্যে পার্থক্য করতে পারবেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রক ও কর্পোরেট বিষয়ক মন্ত্রকের পক্ষ থেকে একটি অনুষ্ঠানে কয়েনগুলি উদ্বোধন করা হয়েছে।
এই বিশেষ সিরিজের কয়েনে AKAM-এর লোগো থাকবে ৷ প্রধানমন্ত্রীর অফিসের তরফে জানানো হয়, এই AKAM-এর সিরিজে একটি বিশেষ থিম থাকবে ৷
আরও পড়ুন: "সব স্বচ্ছ নীতির প্রতিফলন...!" যোগী-রাজ্যে গিয়ে কী বললেন মোদি?
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, "কয়েনের এই নতুন সিরিজ মানুষকে অমৃতকালের লক্ষ্যের কথা স্মরণ করাবে এবং মানুষকে দেশের উন্নতির জন্যে কাজ করতে উৎসাহিত করবে।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "বিশ্বের একটা বড় অংশ ভারতের দিকে তাকিয়ে আছে। আমরা শেষ ৮ বছরে সাধারণ মানুষের বিচার-বুদ্ধিতে আস্থা রেখেছি। তাই এটা সম্ভব হয়েছে। আমরা দেশের উন্নতিতে সাধারণ মানুষের অংশগ্রহণকে উৎসাহ দিই।"
মোদি বলেন, "শেষ ৮ বছরে ভারত নতুন দিশা পেয়েছে। আমরা সমাজের নিচুতলার মানুষদের ক্ষমতায়ণে বিশ্বাসী। তাঁদের জন্যে পাকা বাড়ি, বিদ্যুৎ, গ্যাস, জল, বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করেছে সরকার।" তিনি আরও বলেন, ভারত একবিংশ শতাব্দীতে অনেক এগিয়ে গিয়েছে। এই সরকার মানুষের সরকার। মানুষের জন্যে কাজ করে এই সরকার।
আরও পড়ুন: "মোদির নেতৃত্বে একজন ছোট সৈনিক...", বিজেপিতে হার্দিক প্যাটেল
এদিনের অনুষ্ঠানে 'জনসামর্থ' পোর্টালেরও (Jan Samarth portal) উদ্বোধন করেন প্রধানমন্ত্রী (Modi)। ১২টি সরকারি প্রকল্পের ঋণ-সম্পর্কিত তথ্য প্রদানের জন্য তৈরি এই পোর্টাল। অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman) জানান, ১২টি সরকারি প্রকল্প সম্পর্কিত সমস্ত তথ্য পাওয়া যাবে এই পোর্টালে। তিনি আরও বলেন, "মানুষকে সরকারি প্রকল্পের সুবিধা পেতে আর কাউকে কোনও কিছু জিজ্ঞেস করতে হবে না। সবটাই সহজ করে দেবে এই পোর্টাল।"