img

Follow us on

Saturday, Jan 18, 2025

Heeraben Modi: প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি, মাতৃবিয়োগের খবর ট্যুইটে জানালেন প্রধানমন্ত্রী

Heeraben Modi: মায়ের মৃত্যুতে ট্যুইটারে একটি আবেগঘন পোস্ট করেন প্রধানমন্ত্রী...

img

প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন

  2022-12-30 13:33:39

মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি (Heeraben Modi)। বয়স হয়েছিল ১০০ বছর। গত মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় তাঁকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন।

আবেগঘন পোস্ট প্রধানমন্ত্রীর

মাতৃবিয়োগের (Heeraben Modi) খবর নিজেই ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। মায়ের মৃত্যুতে তিনি একটি আবেগঘন পোস্ট করেন। প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘‘ঈশ্বরের চরণে থামল একটি গৌরবময় শতাব্দী। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।’’

অপর একটি ট্যুইটে মোদি লিখেছেন, ‘‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’’

পূর্বনির্ধারিত কর্মসূচি ভার্চুয়াল মাধ্যমে

এদিনই আহমেদাবাদ যান প্রধানমন্ত্রী মোদি (Modi)। শুক্রবারই গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়। কলকাতায় প্রধানমন্ত্রীর এদিন বেশ কিছু কর্মসূচি ছিল। এর মধ্যে মাতৃবিয়োগ হওয়ায়সেগুলিতে সশরীরে থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমেও উপস্থিত ছিলেন কর্মে অবিচল প্রধানমন্ত্রী।

 

Tags:

PM Modi

Heeraben Modi

pm modi's mother passes away

pm modi's mother heeraben modi passes away

pm modi gujarat

heeraben modi demise 


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর