Heeraben Modi: মায়ের মৃত্যুতে ট্যুইটারে একটি আবেগঘন পোস্ট করেন প্রধানমন্ত্রী...
প্রয়াত নরেন্দ্র মোদির মা হীরাবেন
মাধ্যম নিউজ ডেস্ক: প্রয়াত হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন মোদি (Heeraben Modi)। বয়স হয়েছিল ১০০ বছর। গত মঙ্গলবার আচমকা অসুস্থ বোধ করায় তাঁকে আহমেদাবাদের ইউএন মেহতা হাসপাতালের কার্ডিওলজি অ্যান্ড রিসার্চ সেন্টারে ভর্তি করা হয়। সেখানেই শুক্রবার সকালে আচমকা শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। এদিন সকালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রীর মা হীরাবেন।
মাতৃবিয়োগের (Heeraben Modi) খবর নিজেই ট্যুইট করে জানিয়েছেন প্রধানমন্ত্রী (PM Modi)। মায়ের মৃত্যুতে তিনি একটি আবেগঘন পোস্ট করেন। প্রধানমন্ত্রী ট্যুইটে লেখেন, ‘‘ঈশ্বরের চরণে থামল একটি গৌরবময় শতাব্দী। মায়ের মধ্যে আমি সর্বদা ত্রিমূর্তিকে অনুভব করেছি, যাঁর মধ্যে একজন তপস্বীর যাত্রা, নিঃস্বার্থ কর্মযোগীর প্রতীক এবং মূল্যবোধের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ জীবন।’’
शानदार शताब्दी का ईश्वर चरणों में विराम... मां में मैंने हमेशा उस त्रिमूर्ति की अनुभूति की है, जिसमें एक तपस्वी की यात्रा, निष्काम कर्मयोगी का प्रतीक और मूल्यों के प्रति प्रतिबद्ध जीवन समाहित रहा है। pic.twitter.com/yE5xwRogJi
— Narendra Modi (@narendramodi) December 30, 2022
অপর একটি ট্যুইটে মোদি লিখেছেন, ‘‘শততম জন্মদিনে যখন মায়ের সঙ্গে দেখা করেছিলাম তখন তিনি বলেছিলেন, ‘কাজ করো বুদ্ধি দিয়ে এবং জীবন যাপন করো শুদ্ধ ভাবে।’’
मैं जब उनसे 100वें जन्मदिन पर मिला तो उन्होंने एक बात कही थी, जो हमेशा याद रहती है कि કામ કરો બુદ્ધિથી, જીવન જીવો શુદ્ધિથી यानि काम करो बुद्धि से और जीवन जियो शुद्धि से।
— Narendra Modi (@narendramodi) December 30, 2022
এদিনই আহমেদাবাদ যান প্রধানমন্ত্রী মোদি (Modi)। শুক্রবারই গান্ধীনগরে হীরাবেনের শেষকৃত্য সম্পন্ন হয়। কলকাতায় প্রধানমন্ত্রীর এদিন বেশ কিছু কর্মসূচি ছিল। এর মধ্যে মাতৃবিয়োগ হওয়ায়সেগুলিতে সশরীরে থাকতে না পারলেও ভিডিও কনফারেন্সের মাধ্যমেও উপস্থিত ছিলেন কর্মে অবিচল প্রধানমন্ত্রী।
PM @narendramodi will join today’s scheduled programmes in West Bengal via video conferencing. These programmes include the launch of key connectivity related projects and the meeting of the National Ganga Council. https://t.co/eqOSpQcFZe
— PMO India (@PMOIndia) December 30, 2022