img

Follow us on

Sunday, Jan 19, 2025

Prahlad Modi: দুর্ঘটনার কবলে প্রধানমন্ত্রীর ভাই প্রহ্লাদ মোদির গাড়ি, পা ভাঙল নাতির

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রহ্লাদ মোদি আপাতত বিপন্মুক্ত।

img

প্রহ্লাদ মোদি

  2022-12-28 15:57:11

মাধ্যম নিউজ ডেস্ক: দুর্ঘটনার কবলে পড়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদির (Prahlad Modi) গাড়ি। মঙ্গলবার কর্নাটকের মহীসুরুর ঠিক বাইরে, কাড়কোল্লা নামে এক জায়গায় প্রহ্লাদ মোদির গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারে। জানা গিয়েছে, গাড়িটি বেশ গতিতে ছুটছিল। ওই গাড়িতে প্রহ্লাদ মোদি-সহ মোট ৫ জন ছিল। সকলেই আহত হন। আহতদের দ্রুত এক বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রহ্লাদ মোদি আপাতত বিপন্মুক্ত। প্রহ্লাদ মোদি মহীসুরু থেকে সড়কপথে চামরঞ্জনগড় এবং বন্দিপুর যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় স্থানীয় পুলিশ। এক স্থানীয় পুলিশ আধিকারিক জানান, মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি।

 

 

কী জানিয়েছে পুলিশ? 

পুলিশ আরও জানায়, এদিন প্রহ্লাদ মোদি (Prahlad Modi), তাঁর স্ত্রী, পুত্র, পুত্রবধূ এবং নাতিকে নিয়ে একটি মার্সিডিজ় বেঞ্জ গাড়িতে করে বন্দিপুরায় যাচ্ছিলেন। ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রহ্লাদ মোদির পুত্র ও পুত্রবধূ গুরুতর আহত হয়েছে জানা গিয়েছে। মহীসুরুর জেএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। আরও জানা গিয়েছে, প্রহ্লাদ মোদির নাতির পা ভেঙে গিয়েছে। তার মাথায়ও সামান্য চোট লেগেছ। বাকিরা আপাতত আইসিইউতে।

আরও পড়ুন: এখন থেকে বুস্টার ডোজ হিসেবে নিতে পারবেন নেজাল ভ্যাকসিন, দাম কত জানেন? 

খবর পেয়েই, জেএসএস হাসপাতালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভাই প্রহ্লাদ মোদি (Prahlad Modi) এবং তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন সুত্তুর মঠের প্রধান শিবরাত্রি দেশিকেন্দ্র স্বামীজি। মুহূর্তেই দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ছবিতে দেখা গিয়েছে গাড়িটির সামনের অংশ বেশ ক্ষতিগ্রস্থ। ডানদিকের সামনের চাকাটি খুলে গিয়েছে। গাড়িটি একটি ক্রেন দিয়ে সরিয়ে নিয়ে গিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পরিদর্শনে যান মহীসুরু সিটি পুলিশ কমিশনার এবং মহীসুরু জেলা পুলিশ সুপার। একটি মামলা দায়ের হয়েছে মহীসুরু দক্ষিণ থানায়।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 

Tags:

Accident

Prahlad Modi