img

Follow us on

Sunday, Jan 19, 2025

Pratap Sarangi: কংগ্রেসের গুণ্ডামি! আইসিইউতে প্রতাপ সারঙ্গি, দেখতে গেলেন রাজনাথ

Mukesh Rajput: রাহুল গান্ধীর ধাক্কায় পড়ে যান বিজেপি সাংসদ মুকেশ, চোট পেয়ে ভর্তি হাসপাতালে

img

বাঁদিকে প্রতাপ ষড়ঙ্গী ও ডানদিকে মুকেশ রাজপুত (সংগৃহীত ছবি)

  2024-12-20 09:59:13

মাধ্যম নিউজ ডেস্ক: অম্বেডকর ইস্যুতে উত্তাল রাজনীতি। বিরোধী ইন্ডি জোটের বিরুদ্ধে গুণ্ডামি করার অভিযোগ। রাহুল গান্ধীর ধাক্কায় পড়ে গিয়ে মাথায় চোট পান দুই বিজেপি সাংসদ, এমনটাই অভিযোগ। বর্তমানে তাঁরা দিল্লির রাম মনোহর লোহিয়া (আরএমএল) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গিয়েছে। ওড়িশার বালেশ্বরের সাংসদ হলেন প্রতাপ সারঙ্গি (Pratap Sarangi)। তাঁর মাথায় (Pratap Sarangi) দু’টি সেলাই পড়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে মাথায় আঘাত পেয়েছেন ফারুখাবাদের সাংসদ মুকেশ রাজপুতও (Mukesh Rajput)। আহত দু’জনকেই আইসিইউতে রাখা হয়েছে বর্তমানে। এনিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বিএল বর্মা সংবাদমাধ্যমকে বলেন, ‘‘সারঙ্গি বর্তমানে আইসিইউ-তে ভর্তি রয়েছেন। আমরা তাঁর সঙ্গে বেশি কথাও বলতে পারিনি। রাহুল গান্ধী সংসদ ভবনকে রক্তাক্ত করেছেন।’’

কী বলছেন হাসপাতালের সুপার

গতকাল বৃহস্পতিবারই সন্ধ্যার পরে আরএমএল হাসপাতালের সুপার অজয় শুক্ল দুই সাংসদের শারীরিক অবস্থা নিয়ে প্রেস বিবৃতি দেন। তিনি জানান, দুই সাংসদের মাথায় আঘাত রয়েছে। তাঁদের রক্তচাপের সমস্যাও রয়েছে। তিনি বলেন, ‘‘দু’জনকেই প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়েছে। মুকেশের রক্তচাপ এখনও অনেকটাই বেশি। আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। সারঙ্গির বয়স হয়েছে। ধাক্কাধাক্কিতে রক্তচাপ বেড়ে যেতেই পারে। এর থেকে হার্ট অ্যারেস্ট বা স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। সারঙ্গির (Pratap Sarangi) হার্টের সমস্যা আগে থেকেই ছিল। আমরা পর্যবেক্ষণে রেখেছি।’’

আহত সাংসদদের দেখতে হাসপাতালে রাজনাথ

বৃহস্পতিবারই কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং দুই সাংসদকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন। অন্তত দু’দিন তাঁদের হাসপাতালে থাকতে হবে বলে জানান তিনি। রাজনাথ সিং বলেন, ‘‘সারঙ্গির (Pratap Sarangi) মাথায় দু’টি সেলাই পড়েছে। মুকেশের মাথাতেও আঘাত রয়েছে। দু’জনের শারীরিক অবস্থা স্থিতিশীল। দু’দিন ওদের হাসপাতালে থাকতে হবে।’’ বিজেপি সাংসদ সারঙ্গি জানিয়েছেন, রাহুল গান্ধী জোরে ধাক্কা দেন মুকেশকে। তিনি সারঙ্গির গায়ের ওপর পড়েন। ফলে দু’জনেই চোট পান। এনিয়ে বিজেপি থানায় লিখিত অভিযোগ দায়েরও করেছে।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

rahul gandhi

Madhyom

bangla news

Bengali news

Pratap Sarangi

Mukesh Rajput


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর