Sanatan Dharma: ‘‘সনাতন ইস্যুতে জবাব দিন, ভারত বনাম ইন্ডিয়া বিতর্কে সতর্ক থাকুন’’, মন্ত্রিসভাকে পরামর্শ মোদির
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মাধ্যম নিউজ ডেস্ক: তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের পুত্র উদয়নিধি স্ট্যালিনের বিতর্কিত মন্তব্য নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জি২০ সম্মেলনের আগে মন্ত্রীদের সঙ্গে এক প্রস্তুতি বৈঠকে কড়া বার্তা দিলেন তিনি। জানিয়ে দিলেন, এই ধরনের মন্তব্যের ‘যোগ্য জবাব দেওয়া প্রয়োজন।’ এছাড়াও ভারত বনাম ইন্ডিয়া ইস্যুতেও মন্ত্রিগোষ্ঠীর বৈঠকে মুখ খোলেন প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, সনাতন ধর্মকে ডেঙ্গি-ম্যালেরিয়ার সঙ্গে তুলনা করে এই ধর্মের বিলোপ চেয়েছেন ডিএমকে নেতা উদয়নিধি স্ট্যালিন। গত সপ্তাহের শেষের দিকে ডিএমকে নেতা বলেছিলেন, ‘সনাতন (ধর্ম) হল ম্যালেরিয়া ও ডেঙ্গির মতো। তাই এটিকে শুধু বিরোধিতা করাই নয়, এটিকে পুরোপুরি নির্মূল করতে হবে।’ উদয়নিধির সেই মন্তব্যের পর সোশ্যাল মিডিয়ায় তুমুল সমালোচনা শুরু হয়। বিজেপি তরফে নাগাড়ে আক্রমণ শুরু হয় ওই মন্তব্যের প্রতিবাদে। পদ্ম শিবির থেকে দাবি করা হয়, তিনি যে মন্তব্য করেছেন তা ‘গণহত্যার ডাক দেওয়ার’ সামিল। যদিও বিজেপির সেই দাবি উড়িয়ে দিয়েছেন উদয়নিধি। তিনি নিজের বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমাও চাইতে নারাজ।
অন্যদিকে, ‘ইন্ডিয়া বনাম ভারত’ বিতর্কে বুধবার বিরোধীদের মোকাবিলার দিশানির্দেশ দিয়েছেন নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি বলেন, এই বিষয়ে মন্ত্রিদের কথা বলার দরকার নেই, এই ইস্যুতে সবার কথা বলার কোনও প্রয়োজন নেই। শুধুমাত্র দায়িত্বপ্রাপ্ত, অনুমোদিতরাই এই বিষয়ে মন্তব্য করুন। তাঁর পরামর্শ, ‘এই সব বিষয় নিয়ে ইতিহাস ঘাঁটার দরকার নেই, সংবিধান মেনে বাস্তবিক দিকটি তুলে ধরুন। ইস্যুটির সমসাময়িক পরিস্থিতি নিয়েও কথা বলুন।'
আরও পড়ুন: ‘‘গণতন্ত্রের মন্দিরকে নিয়ে রাজনীতি করছেন সোনিয়া’’, অভিযোগ প্রহ্লাদ জোশীর
প্রসঙ্গত, উদয়নিধি স্ট্যালিনের মন্তব্যে গোটা দেশ তোলপাড়। জাতীয় রাজনীতিতে এই ইস্যুকে কেন্দ্র করে বিজেপির বহু নেতাই বিপক্ষের ‘ইন্ডি’ জোটের দিকে আঙুল তুলেছেন। উদয়নিধির এমন বিতর্কিত মন্তব্য ঘিরে বেশ অস্বস্তিতে ‘ইন্ডি’ জোটের অন্যান্য দলগুলিও। এই বিষয়টি নিয়ে শিবসেনার উদ্ধবপক্ষ সমেত ‘ইন্ডি’ জোটের একাধিক দল নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন। দেশজুড়ে তোলপাড়ের মাঝেই উদয়নিধি স্ট্যালিনের শিরোচ্ছেদের নিদান দেন অযোধ্যার মহন্ত পরমহংস আচার্য। তাঁর কথায়, 'আমি ওঁকে বলব, আগে সনাতন ধর্মের ইতিহাস পড়ে আসুন। তারপর এই নিয়ে বেফাঁস মন্তব্য করবেন। সনাতন ধর্ম নিয়ে উনি যা যা বলেছেন, তার জন্য অবিলম্বে ক্ষমা চাইতে হবে। নচেৎ উনি কঠোর শাস্তি পাবেন।'
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।