img

Follow us on

Friday, Jan 17, 2025

Khalistani Terrorists: খালিস্তানপন্থী জঙ্গিদের ভাতে মারার উদ্যোগ কেন্দ্রের, জানুন কীভাবে

১৯ জন জঙ্গির তালিকা প্রস্তুত করল কেন্দ্র...

img

বাজেয়াপ্ত করা হয়েছে পান্নুর সম্পত্তি।

  2023-09-24 20:12:14

মাধ্যম নিউজ ডেস্ক: এবার খালিস্তানপন্থী জঙ্গিদের (Khalistani Terrorists) ভাতে মারতে উদ্যোগী হল কেন্দ্র। বুধবারই ৪৩ জন খালিস্তানপন্থী জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীর নামের তালিকা প্রকাশ করেছিল কেন্দ্র। এর মধ্যে ১৯ জন পলাতক। এই পলাতক খালিস্তানপন্থী জঙ্গিদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে উদ্যোগী হল কেন্দ্র।

ওসিআই কার্ড বাতিলের ভাবনা 

শনিবার মোস্ট ওয়ান্টেড জঙ্গি তথা ‘শিখস ফর জাস্টিসে’র প্রধান গুরুপতবন্ত সিং পান্নুনের অমৃতসর ও চণ্ডীগড়ে থাকা সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছে এনআইএ। বাকিদেরও ভারতে থাকা সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থা। এর পাশাপাশি তালিকাভুক্ত জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদীদের ওসিআই কার্ডও (বিদেশি ভারতীয় নাগরিকের পরিচয়পত্র) বাতিল করতে পারে সরকার। যে ১৯ জন জঙ্গির তালিকা প্রস্তুত করা হয়েছে, সেই তালিকায় রয়েছে ব্রিটেনে আত্মগোপন করে থাকা পরমজিৎ সিং পামা, দুপিন্দরজিৎ, সুখপাল সিং, সর্বজিৎ সিং বেন্নুর, কুলবন্ত সিং ওরফে কান্তা, গুরপ্রীত সিং ওরফে বাঘি ও কুলবন্ত সিং মুথরা, পাকিস্তানের ওয়াধওয়া সিং বব্বর ওরফে চাচা, রঞ্জিত সিং নিতা, গুরমিত সিং ওরফে বাগ্গা ওরফে বাবা, মার্কিন যুক্তরাষ্ট্রের জয় ঢালিওয়াল, এস হিম্মত সিং, হরপ্রীত সিং ওরফে রানা সিং, হরজপ সিং ওরফে জপ্পি সিং, অমরদীপ সিং পুরেওয়াল, দুবাইয়ের জসমিৎ সিং হাকিমজাদা, অস্ট্রেলিয়ার গুরজন্ত সিং ধিলোঁ এবং কানাডার লখবীর সিং রোডে ও যতিন্দর সিং গ্রেওয়াল।

ধাক্কা খাবে রসদ সংগ্রহের কাজ

জানা গিয়েছে, ব্রিটেন, অস্ট্রেলিয়া, কানাডা, পাকিস্তান সহ বিভিন্ন দেশে আশ্রয় নিয়েছে খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistani Terrorists)। যদিও ভারত থেকে চলছে অর্থ সংগ্রহের কাজ। কখনও তোলাবাজি, কখনও অস্ত্র কিংবা মাদক পাচারের মাধ্যমে জোগাড় হচ্ছে রসদ। হাওয়ালার মাধ্যমে তা পাঠিয়ে দেওয়া হচ্ছে কানাডায়। মূলত সেখান থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে জঙ্গিদের। তরুণদের মগজ ধোলাই করে জঙ্গি বানানো হচ্ছে। ভিন দেশে ঠাঁই নেওয়া খালিস্তানপন্থী জঙ্গিরা (Khalistani Terrorists) যাতে ভারত থেকে অর্থ সংগ্রহ করতে না পারে, তাই ওসিআই কার্ড বাতিল করার কথা ভাবছে কেন্দ্র। এই কার্ড বাতিল হয়ে গেলে ভারত থেকে অর্থ সংগ্রহ করতে পারবে না জঙ্গিরা। যার জেরে ধাক্কা খাবে খালিস্তান আন্দোলন।

আরও পড়ুুন: সিনেমা, খেলায় টাকা লগ্নি করছে খালিস্তানপন্থী জঙ্গিরা! বিস্ফোরক তথ্য এনআইএ-র চার্জশিটে

 

দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

Tags:

bangla news

Bengali news

Canada

Khalistani Terrorists


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর