img

Follow us on

Sunday, Jan 19, 2025

Aftaab Poonawala: শ্রদ্ধা হত্যার পরে আফতাবের ফ্ল্যাটে যেতেন এক মহিলা চিকিৎসক! দাবি পুলিশের

ওই মহিলাকে ডেকে পাঠিয়ে ইতিমধ্যে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ

img

আফতাব_আমিন

  2022-11-28 11:20:56

মাধ্যম নিউজ ডেস্ক: ফ্রিজের মধ্যে রাখা রয়েছে লিভ-ইন পার্টনার শ্রদ্ধা ওয়ালকারের কাটা মুণ্ডু (Shraddha Walker Murder)। সেই ঘরেই নিত্যনতুন মহিলাদের সঙ্গে প্রেমালাপ চলত আফতাব আমিনের (Aftab Poonawala)। চাঞ্চল্যকর এই তথ্যই উঠে এসেছে তদন্তকারী আধিকারিকদের কাছে। দিল্লি পুলিশ সুত্রে খবর, বাম্বেল নামক ডেটিং আপ মারফত আফতাবের যোগাযোগ হত বিভিন্ন মহিলার সঙ্গে। ইতিমধ্যে পুলিশ ঐ ডেটিং আপের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং লিখিত চিঠি পাঠিয়েছে আফতাবের প্রোফাইল বিষয়ে জানতে চেয়ে । জানা গেছে, শ্রদ্ধা ওয়ালকরের দেহ লোপাটের কাজ চলাকালীন ছত্তরপুরে আফতাবের ফ্ল্যাটে আসতেন এক মহিলা, পেশায় তিনি সাইক্রিয়াটিস্ট। ঐ মহিলাকে ডেকে পাঠিয়ে ইতিমধ্যে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ।

আরও পড়ুন: জি-২০ শীর্ষ সম্মলেন ভারতের নেতৃত্ব দেওয়াটা একটা সুযোগ, গর্বের মুহূর্ত, বললেন মোদি

আফতাব আমিনের নতুন ঠিকানা দিল্লির তিহার জেল

শ্রদ্ধা হত্যাকাণ্ডে মূল অভিযুক্ত আফতাবের (Aftaab Poonawala) পলিগ্রাফ ও নার্কো অ্যানালিসিস টেস্ট করা হচ্ছে। এদিকে, পুলিশ হেফাজতের পরে গতকালই আফতাব আমিনের নতুন ঠিকানা হয়েছে দিল্লির তিহার জেলের ৪ নম্বর সেল। ২৪ ঘণ্টা কড়া নজরদারি রাখা হচ্ছে তার উপর। গত শনিবার আম্বেদকর হাসপাতাল থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তার শুনানি হয়।

শুনানি চলাকালীন আফতাব (Aftaab Poonawala) কোর্টকে জানায়, ঘটনার অনেক কিছুই মনে করতে তার অসুবিধা হচ্ছে, কারণ ঘটনাটি পুরনো এবং এই জায়গায় সে নতুন। কোর্ট তার স্বাস্থ্যের খবর নেয় এবং তার কাছে জানতে চায়, কোনও রকম থার্ড ডিগ্রি তার উপর দেওয়া হয়েছে কি না! উত্তরে আফতাব জানায়, কোনও থার্ড ডিগ্রির সম্মুখীন তাকে হতে হয়নি। তদন্তে পূর্ণ সহযোগিতা করছে সে। 

আরও পড়ুন: নতুন জীবন পেল আর্জেন্টিনা! বিশ্বকাপে এগিয়ে যেতে এবারে কী করতে হবে মেসিদের?

 

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

 
      
        

 

Tags:

Shraddha Walker Murder


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর