শনিবার সাংবাদিক সম্মেলন করার সময় কান্নায় ভেঙে পড়েন পিটি উষা
প্রধানমন্ত্রীর সঙ্গে পিটি উষা, ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: দেশের অন্যতম সেরা অ্যাথলিট পিটি উষাকে (PT Usha) সাংবাদিকদের সামনেই হাউহাউ করে কাঁদতে দেখা গেল। পিটি উষার (PT Usha) অভিযোগ, নিজের অ্যাকাডেমিতেই নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। বাম শাসিত কেরলের কোঝিকোড়ে রয়েছে তাঁর এই অ্যাকাডেমি। যে গ্রাম পঞ্চায়েতের মধ্যে তাঁর এই অ্যাথলিট স্কুল অবস্থিত সেটিও সিপিএমের দখলে। পিটি উষা (PT Usha) বর্তমানে বিজেপির সমর্থনে রাজ্যসভার সাংসদ। তাই অনেক মহল এই গোটা ঘটনায় রাজনৈতিক রঙ-ও দেখছেন। কেরলের জমি মাফিয়ারা জোর করে তাঁর অ্যাকাডেমি দখল করতে চাইছে বলে এদিন অভিযোগ করেছেন অ্যাথলিট। জোর করে তাঁর অ্যাকাডেমির জমি দখল করতে চাইছে একদল দুষ্কৃতী। ফলে নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি। নিরাপত্তাহীনতায় ভুগছেন তাঁর অ্যাকাডেমির ছাত্র-ছাত্রীরাও। বিষয়টিতে হস্তক্ষেপ করার জন্য তিনি আহ্বান জানিয়েছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকেও।
সাংবাদিক সম্মেলনে কী বললেন পিটি উষা (PT Usha)
শনিবার সাংবাদিক সম্মেলন করার সময় কান্নায় ভেঙে পড়েন পিটি উষা (PT Usha)। তিনি জানান, তাঁর অ্যাকাডেমির জমিতে বারবার বেআইনি ভাবে অনুপ্রবেশ চলছে। এমন কী বেআইনি ভাবে নির্মানকাজও চালানো হচ্ছে সেখানে। গভীর রাতে মাঝেমধ্যেই ঢুকে পড়ছে গাড়ি। রাজ্যসভার সদস্য হওয়ার পরেই এই সমস্যা আরও গুরুতর হয়েছে। দেশের অন্যতম গর্ব এই অ্যাথলিট আরও বলেন, আমিতো একজন অ্যাথলিট, কোনও রাজনীতিবিদ নই। উল্লেখ্য, ২০২২ সালের জুলাই মাসে বিজেপির সুপারিশে রাজ্যসভার সাংসদ হন তিনি।
তাঁর দাবি, ‘উষা স্কুল অফ অ্যাকাডেমিতে এই মুহুর্তে ২৫ জন ছাত্র-ছাত্রী রয়েছে। যার মধ্যে ১১ জন উত্তর ভারতীয়। ফলে আমাদের দায়িত্ব রয়েছে সকলকে সুরক্ষিত রাখার। জানা গিয়েছে, ইতিমধ্যে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছেন তিনি কেরলের মুখ্যমন্ত্রী পিন্নারাই বিজয়নকে। তাঁর অভিযোগ, জমি মাফিয়ারা বামশাসিত পঞ্চায়েতের চোখের সামনেই এই কাজ করছে। অথচ পঞ্চায়েত নির্বিকার।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।
Tags: