img

Follow us on

Monday, Nov 25, 2024

Punjab: ফের জোরালো হচ্ছে খালিস্তানের দাবি, স্বরাষ্ট্রমন্ত্রীকে হুমকি, কড়া নজর রাখছে কেন্দ্র

জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক...

img

ফাইল ছবি।

  2023-02-25 12:14:37

মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্জাবে ফের জোরালো হচ্ছে খালিস্তানের (Khalistan) দাবি। বিচ্ছিন্নতাবাদী সংগঠন ওয়ারিস পঞ্জাব দে-র প্রধান অমৃতপাল সিংয়ের ঘনিষ্ঠ লাভপ্রীত সিং তুফানকে গ্রেফতার করার পর উত্তাল হয়ে ওঠে পঞ্জাব (Punjab)। বৃহস্পতিবার অমৃতসরের আজনালা থানা ঘেরাও করে ওয়ারিস পঞ্জাব দে-র কর্মী-সমর্থকরা। বর্শা, তলোয়ার ও বন্দুক নিয়ে থানার বাইরে জড়ো হন তাঁরা। পরে লাভপ্রীত তুফানকে মুক্তি দেয় পুলিশ। তার পরেই শান্ত হয় পরিস্থিতি।

খালিস্তান আন্দোলন...

এদিন থানা ঘেরাও কর্মসূচিতে ছিলেন অমৃতপালও। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে হুমকি দিয়ে তিনি বলেন, অমিত শাহ বলেছিলেন যে তিনি খালিস্তান আন্দোলনকে সফল হতে দেবেন না। আমি বলেছিলাম যে ইন্দিরা গান্ধীও সেই চেষ্টাই করেছিলেন। একই কাজ করলে ফল ভোগ করতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী যদি হিন্দু রাষ্ট্রের দাবিদারের জন্য একই কথা বলেন, তাহলে দেখব তিনি কীভাবে স্বরাষ্ট্রমন্ত্রীর পদে থাকতে পারেন। তিনি বলেন, মানুষ যদি হিন্দু রাষ্ট্রের দাবি করতে পারেন, তাহলে আমরা কেন খালিস্তান দাবি করতে পারব না? খালিস্তানের (Punjab) বিরোধিতা করার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীকে মূল্য চোকাতে হয়েছে। কেউ আমাদের থামাতে পারবে না, সে প্রধানমন্ত্রী মোদি, অমিত শাহ বা ভগবন্ত মান যেই হোক না কেন।

আরও পড়ুুন: 'নিঃশর্ত ক্ষমা' চেয়েছেন পবন খেরা! ট্যুইট করে জানালেন অসমের মুখ্যমন্ত্রী

এই প্রথম নয়, এর আগেও একবার শাহকে হুমকি দিয়েছিলেন ওয়ারিস পঞ্জাব দে-র প্রধান। সেবার অমৃতপাল বলেছিলেন, পঞ্জাবের প্রতিটি শিশু খালিস্তানের কথা বলে। ইন্দিরা গান্ধীও চাপা দেওয়ার চেষ্টা করেছিলেন। ফল কী হয়েছিল তা সবাই জানে। অমিত শাহও নিজের ইচ্ছা পূরণ করে নিন। আমরা আমাদের শাসন চাইছি, অন্য কারও নয়। আজনালায় (Punjab) থানা ঘেরাওয়ের ঘটনাকে গুরুত্ব দেওয়ার অনেকগুলি কারণ রয়েছে। পঞ্জাবের প্রবীণ এক নিরাপত্তা আধিকারিক বলেন, আতঙ্কিত হওয়ার সময় এখনও আসেনি। তবে এটি ভাল লক্ষণ নয়। পঞ্জাব পুলিশের দাবি, দুবাই বা অন্য কোথাও কোনও উগ্রপন্থী আন্দোলনের সঙ্গে অমৃতপালের কোনও যোগসূত্র ছিল, এমন কোনও তথ্য প্রমাণ আমাদের কাছে নেই। তবে আমরা সন্দেহ করছি যে, কিছু বহিরাগত শক্তি তাঁকে সমর্থন করছে।

পঞ্জাবের এক পুলিশ আধিকারিকও বলেন, যেভাবে হিংসার ঘটনাটি ঘটল এবং তার পর পুলিশ যেভাবে সারেন্ডার করল, তা জাতীয় নিরাপত্তার পক্ষে বিপজ্জনক। তিনি বলেন, পঞ্জাবের নিরাপত্তার বিষয়টি উদ্বেগের। পঞ্জাবের ঘটনার ওপর কড়া নজর রাখছে কেন্দ্র। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে এক আধিকারিক বলেন, পঞ্জাব সরকারকেও বিষয়টির ওপর কড়া নজর রাখতে বলা হয়েছে।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

 

Tags:

Amit Shah

Punjab

Khalistan

bengli news


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর