img

Follow us on

Saturday, Jan 18, 2025

Sidhu Moosewala Murder: সিধু মুসেওয়ালার মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ, কে কী বললেন?

Moosewala: তরুণ গায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোকপ্রকাশ করেছেন  কপিল শর্মা, রনবিজয় সিং, বিশাল দাদলানি, সোনাল চৌহান।

img

মৃত সিধু মুসেওয়ালা। ফাইল চিত্র

  2022-05-30 13:40:37

মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে মাত্র ২৮ বছর বয়সে খুন হয়েছেন পাঞ্জাবের গায়ক-নেতা সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala)। আসল নাম শুভদীপ সিংহ সিধু। পাঞ্জাবের মানসা জেলার মুসেওয়ালা গ্রামে জন্ম ১৯৯৩ সালে। গ্রামের নামই পদবী হিসেবে ব্যবহার করতেন তিনি।

মূলত গ্যাংস্টার র‍্যাপ গাইতেন। কানাডা নিবাসী গ্যাংস্টার গোল্ডি ব্রার তাঁর খুনের দায় স্বীকার করে নিয়েছে। অভিযোগ, গোল্ডির এক সহকারীর খুনে যুক্ত ছিল মুসেওয়ালার ম্যানেজার। প্রতিহিংসা থেকেই খুন বলে মনে করা হচ্ছে। সম্ভবনাময় এই তরুণ গায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোকপ্রকাশ করেছেন  কপিল শর্মা, রনবিজয় সিং, বিশাল দাদলানি, সোনাল চৌহান। 

কপিল শর্মা লিখেছেন, "খুব দুঃখজনক ঘটনা। খুব ভালো শিল্পী এবং মানুষ। ইশ্বর তাঁর পরিবারককে শক্তি দিন।"

রনবিজয় সিং লিখেছেন, "বিশ্বাস করতে পারছি না।"

">

সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি লিখেছেন, "মুসেওয়ালা কয়েকজন ভালো আধুনিক শিল্পীর মধ্যে প্রথম সারিতে ছিলেন। তাঁর গান, কন্ঠ, লেখা কোনওদিন ভুলব না।" 

">

সোনাল চৌহান লিখেছেন, "এটা কী সত্যি? কী হচ্ছে এসব?"  

এছাড়াও শোকপ্রকাশ করেছেন নিমরত কৌর, ভিকি কৌশল, রিচা চাড্ডা, আরমান মালিক, মিকা সিং, শেহনাজ গিল সহ অনেকে। 

">


">

 

Tags:

Sidhu Moosewala

Moosewala Murder

Punjabi Singer Murder Case

Punjabi Singer Shot Dead 


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর