Moosewala: তরুণ গায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোকপ্রকাশ করেছেন কপিল শর্মা, রনবিজয় সিং, বিশাল দাদলানি, সোনাল চৌহান।
মৃত সিধু মুসেওয়ালা। ফাইল চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: প্রকাশ্য দিবালোকে মাত্র ২৮ বছর বয়সে খুন হয়েছেন পাঞ্জাবের গায়ক-নেতা সিধু মুসেওয়ালা (Sidhu Moosewala)। আসল নাম শুভদীপ সিংহ সিধু। পাঞ্জাবের মানসা জেলার মুসেওয়ালা গ্রামে জন্ম ১৯৯৩ সালে। গ্রামের নামই পদবী হিসেবে ব্যবহার করতেন তিনি।
মূলত গ্যাংস্টার র্যাপ গাইতেন। কানাডা নিবাসী গ্যাংস্টার গোল্ডি ব্রার তাঁর খুনের দায় স্বীকার করে নিয়েছে। অভিযোগ, গোল্ডির এক সহকারীর খুনে যুক্ত ছিল মুসেওয়ালার ম্যানেজার। প্রতিহিংসা থেকেই খুন বলে মনে করা হচ্ছে। সম্ভবনাময় এই তরুণ গায়কের আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন জগৎ। শোকপ্রকাশ করেছেন কপিল শর্মা, রনবিজয় সিং, বিশাল দাদলানি, সোনাল চৌহান।
কপিল শর্মা লিখেছেন, "খুব দুঃখজনক ঘটনা। খুব ভালো শিল্পী এবং মানুষ। ইশ্বর তাঁর পরিবারককে শক্তি দিন।"
রনবিজয় সিং লিখেছেন, "বিশ্বাস করতে পারছি না।"
সঙ্গীত পরিচালক বিশাল দাদলানি লিখেছেন, "মুসেওয়ালা কয়েকজন ভালো আধুনিক শিল্পীর মধ্যে প্রথম সারিতে ছিলেন। তাঁর গান, কন্ঠ, লেখা কোনওদিন ভুলব না।"
I only knew #SidhuMoosewala through his music, yet the news of his demise has cut deep. India has very few authentic modern artists. He was right on top of that list.
— VISHAL DADLANI (@VishalDadlani) May 29, 2022
I'm without words. He's a legend, his voice, his courage & his words will never be forgotten.
What a sad day!
">
সোনাল চৌহান লিখেছেন, "এটা কী সত্যি? কী হচ্ছে এসব?"
এছাড়াও শোকপ্রকাশ করেছেন নিমরত কৌর, ভিকি কৌশল, রিচা চাড্ডা, আরমান মালিক, মিকা সিং, শেহনাজ গিল সহ অনেকে।
I always say I’m proud to be Punjabi but today I feel shame to be saying the same. A young talented boy just 28 years old, so popular and with such a bright future ahead of him @iSidhuMooseWala killed in Punjab by Punjabi’s. May God bless his soul and he rest in eternal peace. pic.twitter.com/guW4TfnSdu
— King Mika Singh (@MikaSingh) May 29, 2022
">