কুতুব মিনারকে ঘিরে বিতর্ক এই প্রথম নয়...
কুতুবমিনারে পাওয়া হিন্দু ও জৈন মূর্তিগুলিকে শিল্পকীর্তি হিসেব বিবেচনা করা হবে। ফাইল ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লির কুতুব মিনার (Qutub minar) চত্বরে পাওয়া হিন্দু ও জৈন মূর্তিগুলির (hindu jain idols) "আইকনোগ্রাফি" (মূর্তি শিল্পের অধ্যয়ন) করার বিবেচনা করার কথা ভাবছে সংস্কৃতি মন্ত্রক। সোমবার একথা জানান মন্ত্রকের এক প্রবীণ আধিকারিক। তিনি বলেন, কুতুব মিনার চত্বরে খনন কিংবা সেখানে কোনও ধর্মীয় অনুশীলন বন্ধ করার কোনও পরিকল্পনাও নেই। তবে “অসম্মানজনক স্থানে”র কারণে কুওয়াত-উল-ইসলাম মসজিদে পাওয়া দুটি গণেশ মূর্তিগুলি সরিয়ে ফেলা হবে বলেও জানা গিয়েছে। ওই আধিকারিক জানান, মূর্তিগুলির মধ্যে কয়েকটিকে প্রদর্শন করা যায় কিনা, তা নিয়ে আলোচনা করছে মন্ত্রণালয়। তবে সেগুলিকে পুনঃস্থাপন বা অন্য কোথাও স্থানান্তরের কোনও পরিকল্পনা নেই বলেও জানান তিনি।
আরও পড়ুন : মন্দির ভেঙেই জ্ঞানবাপী মসজিদ! প্রমাণ মিলল ইতিহাসেও
সম্প্রতি সংস্কৃতি মন্ত্রক ভারতীয় পুরাতত্ত্ব বিভাগকে (ASI) কুতুব মিনার চত্বরে খননকার্য চালানোর নির্দেশ দিয়েছে বলে একটি খবর ছড়িয়ে পড়ে। খবরটির যে কোনও সারবত্তা নেই, তা জানিয়ে দিয়েছেন সংস্কৃতিমন্ত্রী জি কিষাণ রেড্ডি। মন্ত্রকের এক আধিকারিক জানান, এএসআই সম্প্রতি ওই স্থানে প্রার্থনা বন্ধ করার জন্য কোনও আবেদন করেনি।
শীর্ষ আধিকারিকরা জানান, আইএসআইয়ের দ্বারা কোনও স্থাপত্য অধিগ্রহণ করার সময় যাঁরা সেই জায়গায় উপাসনা করতেন, তাঁদের সেই অনুমতি দেওয়া হবে। তবে আইএসআই অধিগ্রহণ করার আগে পর্যন্ত কোনও সম্প্রদায় যদি উপাসনা না করে তবে তাঁদের নতুন করে আর উপাসনার অনুমতি দেওয়া হবে না। তাঁরা জানান, আইএসআই ওই স্থানে প্রার্থনা বন্ধ করার ব্যাপারে এখনও অবধি কোনও আবেদন করেনি।
আরও পড়ুন : জ্ঞানবাপী মসজিদের ওজুখানার জলাধার সুরক্ষিত করার নির্দেশ সুপ্রিম কোর্টের
কাশীর বিশ্বনাথ মন্দির-জ্ঞানবাপী মসজিদ (Gyanvapi mosque) বিতর্কের অবসান এখনও হয়নি। মামলাটি আদালতের বিচারাধীন। সম্প্রতি শুরু হয়েছে মথুরার শাহি ইদগাহ মসজিদকে (Shahi Idgah mosque) ঘিরে বিতর্কও। এই আবহেই মাথাচাড়া দিয়েছে কুতুব মিনার। তবে কুতুব মিনারকে ঘিরে বিতর্ক এই প্রথম নয়। এর আগেও বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র বিনোদ বনশল দাবি করেছিলেন, কুতুব মিনারের প্রকৃত নাম বিষ্ণুস্তম্ভ। ২৭টি হিন্দু ও জৈন মন্দিরের নির্মাণ সামগ্রী ব্যবহার করে এই মিনার গড়া হয়েছে। মিনারের নাম পরিবর্তন করে বিষ্ণু স্তম্ভ করার দাবি জানিয়ে হিন্দুত্ববাদী বিভিন্ন গোষ্ঠী বিক্ষোভও দেখিয়েছিল। হিন্দুদের একটি সংগঠনের আবার দাবি, কুতুব মিনার কুতুবউদ্দিন আইবকের আমলে তৈরি হয়নি। এটি তৈরি করিয়েছিলেন রাজা বিক্রমাদিত্য।
আরও পড়ুন : জ্ঞানবাপী মসজিদের কুয়োয় মিলল ‘শিবলিঙ্গ’! এলাকা 'সিল' করল আদালত