India Navy: নৌসেনা দিবসের আগেই ফ্রান্সের সঙ্গে নয়া চুক্তির ঘোষণা অ্যাডমিরাল দীনেশ ত্রিপাঠীর
চলছে নৌসেনা দিবসের প্রস্তুতি। ছবি: ট্যুইটার
মাধ্যম নিউজ ডেস্ক: শক্তি বাড়াচ্ছে ভারতীয় নৌসেনা। দেশের জলসীমায় শত্রুদের বুকে কাঁপুনি ধরাতে এবার ফ্রান্স থেকে ২৬টি রাফাল মেরিন কমব্যাট (Rafale Deal) এয়ারক্রাফ্ট নিয়ে আসছে ভারত। এই বিষয়ে চুক্তি সম্ভবত পরের মাসেই হতে চলেছে বলে আভাস দিয়েছেন নৌসেনার (India Navy) প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। নৌসেনা দিবস উপলক্ষ্যে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা জানান তিনি।
নৌসেনা প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী বলেন, ‘‘রাফাল (Rafale Deal) মেরিন নিয়ে সমঝোতা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। শুধু ক্যাবিনেট কমিটি অন সিকিউরিটিতে এটি নিয়ে যাওয়ার অপেক্ষা। যেহেতু এটি সরকার থেকে সরকারের ডিল, তাই এটা নিয়ে বেশি সময় লাগবে না।’’ নৌসেনার জন্য আসা এই এয়ারক্রাফ্টগুলি বহু পর্যায়ের আলোচনা সমঝোতার পর দামের দিক থেকেও কিছুটা কাটছাঁট হচ্ছে বলে খবর। উল্লেখ্য, ২০১৬ সালে ৩৬টি রাফাল বিমান ভারতে আসে ফ্রান্স থেকে। সেই বিপুল পরিমাণ রাফাল বিমান কেনার পর এবার এই ২৬টি রাফাল মেরিন এয়ারক্রাফ্ট ভারতের সেনার শক্তিকে আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
নতুন রাফাল যুদ্ধবিমানগুলিতে (Rafale Deal) বেশ কয়েকটি ‘মডিফিকেশন’ এর কথা বলেছে ভারতীয় নৌসেনা। জেটগুলিতে উন্নত রেডার লাগানোর কথা বলা হয়েছে। নতুন কয়েকটি দেশীয় অস্ত্র যেমন রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল, বিয়ন্ড ভিসুয়াল রেঞ্জ মিসাইল ওই বিমানে লাগানোর কথা বলা হয়েছে। এই অস্ত্রগুলি রাফাল মেরিন এয়ারক্রাফ্টে যুক্ত হলে তা আরও শক্তিশালী হয়ে উঠবে। এর পাশাপাশি, নতুন তিনটি পরমাণু শক্তিচালিত অ্যাটাক সাবমেরিন (SSN) নির্মাণের বিষয়েও কেন্দ্রের তরফে সবুজ সঙ্কেত শীঘ্রই হতে পারে বলে আভাস দিয়েছেন নৌ-প্রধান। পাশাপাশি তিনি আরও জানান, নৌসেনার শক্তিকে বাড়িয়ে নিতে, ৬২টি যুদ্ধজাহাজ ও সাবমেরিন বর্তমানে দেশের মাটিতে তৈরি হচ্ছে। যা পরে নৌসেনায় যুক্ত হবে।
#NavyDay2024
— Eastern Naval Command (@IN_HQENC) November 25, 2024
Wondering what you would see at the Naval Op Demo at Blue Flag Beach #Puri?
🔗Access the Programme Brochure the link below. 👇https://t.co/28DDy7PlFi
Looking forward to seeing you there.#OpDemo2024 pic.twitter.com/ieUDpU1N8Q
পুরীর ব্লু ফ্ল্যাগ বিচে আগামী ৪ ডিসেম্বর উদযাপিত হবে নৌসেনা (India Navy) দিবস। জানা যাচ্ছে, এই অনুষ্ঠানের কারণে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে পুরীর সমুদ্র সৈকত। অনুষ্ঠানে প্রদর্শিত হবে ২৪টি যুদ্ধ জাহাজ, ৪০টি এয়ারক্র্যাফ্ট। এ ছাড়াও একাধিক হেলিকপ্টার, প্যারাশুট, ফাইটার জেটও দেখা যাবে নৌসেনার সেলিব্রেশনে। সি বিচে আনা হবে ৮টি যুদ্ধ ট্যাঙ্কও। মূলত ভারতীয় নৌসেনার শক্তি প্রদর্শনের জন্যই এই বিরাট আয়োজন। ইতিমধ্যেই সি বিচ জুড়ে চলছে মার্কোশ কমান্ডো, হেলিকপ্টার এবং যুদ্ধ ট্যাঙ্কের মহড়া।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।