img

Follow us on

Friday, Nov 22, 2024

Rahul Gandhi: যিশুই প্রকৃত ভগবান, শক্তি নন, রাহুলকে কেন বলেছিলাম জানেন? ব্যাখ্যা দিলেন সেই যাজক

খ্রিস্টান ধর্ম বিশ্বাস অনুযায়ী...

img

রাহুল গান্ধী। ফাইল চিত্র

  2022-09-11 17:57:12

মাধ্যম নিউজ ডেস্ক: রিয়েল গড বিতর্কের (Real God Row) জেরে বিব্রত ক্যাথলিক যাজক ব্যাখ্যা করলেন তাঁর মন্তব্যের। শনিবার তিনি ব্যাখ্যা করে জানান, কেন তিনি বলেছিলেন যিশুই (Jesus) প্রকৃত ভগবান, শক্তি (Shakti) নন। ক্যাথলিক যাজক জর্জ পুন্নাইয়ার ব্যাখ্যা, আমি ভগবানকে (God) শক্তি হিসেবে মানি না, তাঁকে মানি রক্তমাংসে গড়া মানুষ হিসেবে।

একটি বৈদ্যুতিন চ্যানেলে টক শোয়ে অংশ নিয়েছিলেন জর্জ। ওই শোয়ে অংশ নিয়েছিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও। জর্জ বলেন, সেদিন ঠিক কী ঘটেছিল, আমি তা ব্যাখ্যা করছি। গতকাল রাহুলের সঙ্গে একটি চ্যাটে অংশ নিয়েছিলাম। শো চলাকালীন রাহুল বলেছিলেন, খ্রিস্টান ধর্ম বিশ্বাস অনুযায়ী মাত্র একজন ঈশ্বর রয়েছেন আর তিন ব্যক্তি রয়েছেন ফাদার, সন এবং হোলি স্পিরিট। রাহুল প্রশ্ন করেছিলেন তিনটি ঈশ্বর রয়েছেন, নাকি তিনটি আকার রয়েছে। তখনই আমি তাঁকে ব্যাখ্যা করে বোঝানোর চেষ্টা করেছিলাম যে, মাত্র একজন ভগবান রয়েছেন, ব্যক্তি রয়েছেন তিনজন। আমি তাঁকে বলেছিলাম, মানব শরীর ধারণ করে ভগবান প্রকাশিত হয়েছিলেন। এই মানব শরীর হলেন যিশু। আমি অন্য কোনও ধর্মের প্রসঙ্গ টানিনি। আমি তাঁকে বলেছিলাম, আমাদের মতে, ভগবান কোনও শক্তি নন, তিনি মানুষ। তাঁর আগে করা একটি ঘৃণাভাষণ প্রসঙ্গে জর্জ বলেন, আমি আগেও এজন্য প্রকাশ্যে ক্ষমা চেয়েছি। বিচার বিভাগের কাছে গিয়েও ব্যাখ্যা দিয়েছি।

আরও পড়ুন : দলের গুরুত্বপূর্ণ সময়ে ফের ইউরোপ সফরে রাহুল, বিতর্ক!

প্রসঙ্গত, শুক্রবার ভারত জোড়ো যাত্রায় অংশ নিতে তামিলনাড়ুর কন্যাকুমারী গিয়েছিলেন রাহুল। সেখানেই তিনি ওই যাজকের সঙ্গে সাক্ষাৎ করেন। ‘বিতর্কিত’ যাজক জর্জের সঙ্গে রাহুলের সাক্ষাৎকারকে কটাক্ষ করেছে  গেরুয়া শিবির। বিজেপির মুখপাত্র শেহজাদ পুন্নাওয়ালা ট্যুইট বার্তায় লেখেন, রাহুল গান্ধী যাঁর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন সেই জর্জ পুন্নাইয়া বলেছিলেন যিশুই একমাত্র ভগবান, শক্তি নয়। এই লোকটা গ্রেফতার হয়েছিল হিন্দুদের বিরুদ্ধে ঘৃণাভাষণের কারণে। তিনি এও বলেছিলেন, আমি জুতো পরি কারণ ভারতমাতার অপবিত্রতা আমাদের যেন স্পর্শ না করে। তাঁর কটাক্ষ, ভারত জোড়োর সঙ্গে ভারত তোড়ো আইকনস?

 

 

Tags:

rahul gandhi

Bengali news  

real god row

real god controversy

jesus

shakti


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর