img

Follow us on

Sunday, Jan 19, 2025

Rajasthan Assembly Polls 2023: মরুরাজ্যে বিক্ষিপ্ত অশান্তি, রাজস্থান বিধানসভা নির্বাচনে ভোট পড়ল ৬৮ শতাংশ

“রাজস্থানে সরকার গঠন করবে বিজেপি..."

img

ইভিএম হাতে ভোটকর্মীরা। রাজস্থান।

  2023-11-25 22:14:43

মাধ্যম নিউজ ডেস্ক: রাজস্থান বিধানসভা নির্বাচনে (Rajasthan Assembly Polls 2023) ভোট পড়ল ৬৮ শতাংশ। শনিবার মরুরাজ্যের ১৯৯টি আসনে ভোট গ্রহণ হয়। যদিও বিধানসভার আসন সংখ্যা ২০০। কংগ্রেস প্রার্থীর মৃত্যু হওয়ায় নির্বাচন স্থগিত রয়েছে একটি কেন্দ্রে।

সব চেয়ে বেশি ভোট

এদিন বিকেল পাঁচটা পর্যন্ত ভোট পড়েছে ৬৮ শতাংশ। সব চেয়ে বেশি ভোট পড়েছে জলসলমীর জেলায়। এখানে ভোট পড়ছে ৭৬.৫৭ শতাংশ। এ রাজ্যে লড়াই মূলত দুই দলের – একদিকে শাসক দল কংগ্রেস, অন্যদিকে রয়েছে বিজেপি। যদিও ময়দানে রয়েছে মায়াবতীর বিএসপি এবং অরবিন্দ কেজরিওয়ালের আপ। নির্বাচন (Rajasthan Assembly Polls 2023) মোটের ওপর শেষ হয়েছে শান্তিতেই। তবে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে শিকার, ঢোলপুর ও দিগ জেলায়। এদিনের নির্বাচনে ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী কংগ্রেসের অশোক গেহলট, শচীন পাইলট, প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে সিন্ধিয়ার।

কংগ্রেসের দুর্নীতিই হাতিয়ার বিজেপির

রাজস্থানের কুর্সিতে রয়েছে কংগ্রেস। অভিযোগ, প্রশ্নপত্র ফাঁস থেকে বিভিন্ন সরকারি কাজে দেদার দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিকে প্রচারের হাতিয়ার করেছে বিজেপি। ক্ষমতায় আসতে ২৫ লক্ষ টাকার চিকিৎসা বিমা, উজ্জ্বলা প্রকল্পে সুবিধাপ্রাপ্তদের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম পাঁচশো টাকার মধ্যে রাখা সহ গুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছে সোনিয়া গান্ধীর দল। রাজস্থানের কোটায় ভোট দিয়েছেন লোকসভার স্পিকার ওম বিড়লা। বলেন, “গণতন্ত্রের এই উৎসবে সকলে সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। মত প্রকাশের জন্য প্রত্যেক নাগরিকের ভোট দেওয়া উচিত।”

আরও পড়ুুন: "সব খেয়েছে হাওয়াই চটি, আসল চোর মমতা" তৃণমূলকে আক্রমণ শুভেন্দুর

এদিনই সর্দারপুরা বিধানসভা কেন্দ্রের একটি বুথে গিয়ে ভোট দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। তিনি সর্দারপুরা কেন্দ্রেরই প্রার্থী। রাজস্থানের বিকানের পূর্ব বিধানসভা কেন্দ্রে ভোট দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অর্জুন রাম মেঘওয়াল। তিনি বলেন, “রাজস্থানে সরকার গঠন করবে বিজেপি। আমরা এখানে গণতন্ত্রের শক্তি দেখতে পাচ্ছি। বিপুল সংখ্যক মহিলা ভোট দিতে এসেছেন।”

এদিকে, শিকারপুরে দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে সাতজনকে আটক করেছে পুলিশ। দু পক্ষই এলোপাথাড়ি পাথর ছুড়েছে। মোতায়েন করা হয়েছে সিএপিএফ। পাথর ছোড়ার ঘটনা ঘটেছে ঢোলপুরেও। বারি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অনিল কুমার আগরওয়াল বলেন, “ভোটকর্মীরা নিরাপদেই রয়েছেন। কয়েকটি ব্যক্তিগত গাড়ি ভাঙচুর করা হয়েছে।” দিগ জেলার সানলের গ্রামে পাথর ছোড়ার ঘটনায় জথম হয়েছেন দুজন। এঁদের মধ্যে রয়েছেন একজন পুলিশ কর্মীও। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১২ রাউন্ড গুলি চালায় পুলিশ (Rajasthan Assembly Polls 2023)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

 

Tags:

Madhyom

Rajasthan

bangla news

Bengali news

assembly polls 2023

Rajasthan Assembly Polls 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর