img

Follow us on

Sunday, Jan 19, 2025

Rajkot: প্রধানমন্ত্রীর মায়ের নামে নদীবাঁধ তৈরি হল গুজরাটে 

এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের নামে গুজরাটে একটি নদী বাঁধের নামকরণ হতে চলেছে

img

ফাইল ছবি: প্রধানমন্ত্রী ও তাঁর মা

  2023-01-07 17:16:43

মাধ্যম নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মা হীরাবেন প্রয়াত হয়েছেন কয়েকদিন আগেই। পূর্ণ করেছেন তাঁর একশোতম জন্মবার্ষিকী। এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মায়ের নামে গুজরাটে একটি নদী বাঁধের নামকরণ হতে চলেছে। 

কোন নদীর উপর গড়ে তোলা হয়েছে এই বাঁধ

জানা যাচ্ছে সৌরাষ্ট্রের রাজকোট (Rajkot) জেলায় নয়ারি নদীতে স্থানীয় কৃষকদের স্বার্থে ১৫ লক্ষ টাকা খরচ করে এই বাঁধটি তৈরি করেছে গির গঙ্গা পরিবার ট্রাস্ট নামে একটি জনসেবা সংস্থা। গত বুধবার এই বাঁধের উদ্বোধন ছিল। বাঁধটি গড়ে উঠেছে স্থানীয় ভগৌড়ার নামের একটি গ্রামে। এদিন এই বাঁধের উদ্বোধনে হাজির ছিলেন সংস্থার প্রধান দিলীপ সাক্য।  এদিনের উদ্বোধন কর্মসূচিতে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি বিধায়ক দর্শিতা শাহ এবং রাজকোটের (Rajkot)  মেয়র প্রদীপ দেব। সেখানেই গিরগঙ্গা পরিবার ট্রাস্টের কর্ণধার প্রস্তাব দেন সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর মায়ের নামে এই সরোবরের নামকরণ হবে "হীরাবেন স্মৃতি সরোবর"।  ওই সভায় উপস্থিত সকলেই সেই প্রস্তাবে সায় দেন। প্রসঙ্গত ১৮ই জুন হলো হীরাবেনের জন্মদিন। গত বছর অর্থাৎ ২০২২ সালে প্রধানমন্ত্রীর মায়ের ১০০ তম জন্মদিনে তাঁর নামে একটি গুজরাটের রাস্তার নামকরণ হবে বলে ঠিক হয়ে গিয়েছিল। গান্ধীনগরের একটি রাস্তার নাম হীরাবেনের নামে করার কথাও জানিয়েছিল স্থানীয় প্রশাসন। কিন্তু শেষ মুহূর্তে সেই পরিকল্পনা বিশেষ কারণে পিছিয়ে যায়। গত ৩০ ডিসেম্বর আহমেদাবাদে প্রয়াত হন হীরাবেন।
প্রধানমন্ত্রীর মায়ের নামে এই নদী বাঁধটি ৪০০ ফুট লম্বা এবং ১০০ ফুট চওড়া, জলধারটিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে একবার জলাধার পূর্ণ করলে তা নয় মাসে শুকনো হবে না, এমনটাই বলছেন ট্রাস্টের কর্ণধার। জলধারটি তৈরি করতে সব মিলিয়ে খরচ হয়েছে ১৫ লক্ষ টাকা। গঙ্গা পরিবার ট্রাস্ট সূত্রে জানা যাচ্ছে যে মোট ৭৫টি নদী বাঁধ তারা নির্মাণ করেছে গত চার মাসে। দাতাদের দানের টাকায় এই সমস্ত বাঁধগুলি নির্মাণ করা হয়েছে। যার মধ্যে একটি হলো নয়ারি নদীর ওপর এই নদী বাঁধ। এটির জল ধারণ ক্ষমতা আড়াই কোটি লিটার। জলাধার সংলগ্ন স্থানীয় কৃষকদের উপকার হবে বলে আশাবাদী সংস্থার কর্ণধার।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

 

Tags:

Rajkot


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর