img

Follow us on

Friday, Nov 22, 2024

Rajnath Singh: দেশের সুরক্ষায় এক কদম এগোলে সরকার ১০টি পদক্ষেপ নেবে! ঘোষণা রাজনাথের

বাজেটে প্রতিরক্ষা শিল্পের জন্য ৭৫ শতাংশ মঞ্জুর করা হয়েছে প্রতিরক্ষা বাজেটের

img

রাজনাথ সিং।

  2023-02-16 14:57:51

মাধ্যম নিউজ ডেস্ক: আত্মনির্ভর ভারতের উপর ভরসা। প্রধানমন্ত্রীর মেক ইন ইন্ডিয়া প্রকল্পকে আরও অগ্রাধিকার দিতে ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বললেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং।  অ্যারো ইন্ডিয়া শো-২০২৩ (Aero India Show 2023)এর সমাপ্তি অনুষ্ঠানে রাজনাথ জানান, দেশের সশস্ত্র বাহিনীর জন্য ৭৫ শতাংশ সামরিক সরঞ্জাম দেশীয় প্রতিরক্ষা সংস্থাগুলি থেকে সংগ্রহ করা হবে। ভারতীয় প্রতিরক্ষা শিল্পের প্রতি আস্থা প্রকাশ করে একথা বলেন তিনি।

কী বললেন রাজনাথ

ভারতীয় বায়ুসেনার শক্তি প্রদর্শনে এবারও তাক লাগালো 'অ্যারো ইন্ডিয়া'। বেঙ্গালুরুতে বায়ুসেনার ইয়েলেহাঙ্কাতে প্রতিবারের মতো এবারেও বর্ণাঢ্য আয়োজন হয় এই সমাহোরহ ঘিরে। মুখ্য অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমন্ত্রিত ছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। ভারত যেখানে প্রতিরক্ষা অস্ত্র রফতানির দিকে ফোকাস বাড়াচ্ছে, সেখানে দেশে নির্মিত এলসিএ যুদ্ধবিমানের নাম বারবার উঠছে। LCA Mk-2দেশের মাটিতে তৈরির ছাড়পত্র গত বছরই দিয়েছে কেন্দ্র। যা ভবিষ্যতের যুদ্ধে একটি কার্যকরী যুদ্ধবিমান বলে মনে করা হচ্ছে। ভারতের মাটিতে যে সমস্ত অস্ত্র তৈরি হচ্ছে, তার মধ্যে এলসিএ ছাড়াও আকাশ থেকে আকাশ মিসাইল 'অস্ত্র', ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র 'আকাশ', ট্যাঙ্ক, ব়্যাডারের মতো সমরাস্ত্র যা ভারতের মাটিতে তৈরি হয়েছে, তা রফতানির ভাবনা নিয়ে এগোচ্ছে দেশ। সেই জায়গা থেকে বেঙ্গালুরুর 'অ্যারো ইন্ডিয়া ২০২৩' এর প্রদর্শন বেশ প্রাসঙ্গিক।

আরও পড়ুুন: ফের পঞ্চায়েত নির্বাচনের বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞা হাইকোর্টের! শুভেন্দুর মামলায় স্থগিতাদেশ বহাল

অ্যারো ইন্ডিয়া শো-২০২৩ (Aero India Show 2023)এর সমাপ্তি অনুষ্ঠানে রাজনাথ বলেন, "দেশের নিরাপত্তা জোরদারের দিকে এক কদম এগোলে সরকার প্রতিশ্রুতি দিচ্ছে ১০টি পদক্ষেপ নেবে। শিল্প জমি চেয়েছে, আমরা পূর্ণ আস্থা রেখে বিশাল আকাশ দিয়েছি।" উল্লেখ্য, বাজেটে প্রতিরক্ষা শিল্পের জন্য ৭৫ শতাংশ মঞ্জুর করা হয়েছে। বিগত বছরে তা ছিল ৬৮ শতাংশ। অ্যারো ইন্ডিয়া শো ভারতীয় প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করতে অনেক দূর এগিয়ে যাবে, বলেও আশ্বাস প্রকাশ করেন রাজনাথ। তিনি বলেন, "এটি একটি নতুন সূচনা। এটি দেখিয়েছে যে ভারতীয় প্রতিরক্ষা শিল্প বিশ্বের অন্যান্য দেশের সাথে সহযোগিতা করতে প্রস্তুত। শোতে দেড় হাজার মউ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিআরডিও-র প্রযুক্তি হস্তান্তর চুক্তি হয়েছে। বেসরকারি এবং সরকারি খাতে শিল্প উৎপাদন সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

Tags:

rajnath singh

indias defence minister

defence capital budget

Aero India Show 2023


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর