Defence Export: এক দশকে ২,০০০ কোটি থেকে ২১,০০০ কোটি! প্রতিরক্ষা সরঞ্জাম রফতানির ক্ষেত্রে ভারতের বিপ্লব...
প্রতিরক্ষা রফতানি ব্যাপক বৃদ্ধি করেছে ভারত, জানালেন রাজনাথ সিং। ফাইল চিত্র
মাধ্যম নিউজ ডেস্ক: সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রী রজনাথ সিং (Rajnath Singh) জানান, ভারতীয় প্রতিরক্ষা রফতানি (Defence Export) ব্যাপক বৃদ্ধি পেয়েছে। এই রফতানির অঙ্ক ২১,০০০ কোটি টাকায় পৌঁছেছে, বলে জানান তিনি। এক দশক আগে এর পরিমাণ ছিল ২,০০০ কোটি টাকা। রাজনাথের দাবি, ২০২৯ সালের মধ্যে ৫০,০০০ কোটি টাকার প্রতিরক্ষা রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই সময়ে প্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলে জানান প্রতিরক্ষা মন্ত্রী। সামরিক প্রশিক্ষণ কেন্দ্রগুলি এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সেনাবাহিনীকে প্রযুক্তিগতভাবে উন্নত বাহিনীতে রূপান্তরিত করার লক্ষ্যে সরকার ২০২৫ সালকে ‘প্রতিরক্ষা সংস্কারের বছর’ হিসেবেও ঘোষণা করেছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh) ডিআরডিও’র প্রশংসা করেন। আগামী দিনে লক্ষ্য অর্জনে ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার সংস্থার ৬৭তম প্রতিষ্ঠা দিবসে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন রাজনাথ সিং। এই লক্ষ্যে তিনি দ্রুত বিকশিত প্রযুক্তি গ্রহণের জন্য ডিআরডিও-কে আহ্বান জানিয়েছেন। এছাড়াও তিনি জানান, এক বছরের মধ্যে ১০০টি প্রকল্প শেষ করবে ডিআরডিও। এদিন ডিআরডিও’র সদর দফতর পরিদর্শনের পাশাপাশি বিজ্ঞানী এবং সংস্থার অন্যান্য আধিকারিকদের সঙ্গে দেখা করেন রাজনাথ।
আরও পড়ুন: চিনের নতুন ভাইরাসে আতঙ্ক! ভারতে সংক্রমণের ভয় কতটা, কী বলল কেন্দ্র?
প্রতিরক্ষা মন্ত্রী জানান, প্রতিরক্ষা খাতে ক্রমাগত সংস্কারের উদ্দেশ্য ভারতীয় সেনাকে একটি দুর্দান্ত বাহিনী হিসাবে প্রস্তুত করা। আধুনিক যুদ্ধ পদ্ধতিতে তথ্যযুদ্ধ, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ভিত্তিক যুদ্ধ, প্রক্সি যুদ্ধ, ইলেকট্রো-ম্যাগনেটিক যুদ্ধ, মহাকাশ যুদ্ধ এবং সাইবার আক্রমণের প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি। রাজনাথ জানান, ভারতীয় উপকরণ এখন বিভিন্ন দেশে রফতানি হচ্ছে, যা ভারতের সামরিক শক্তির বৃদ্ধি এবং প্রযুক্তির উৎকর্ষতার প্রমাণ। রজনাথ সিং (Rajnath Singh) বলেন, ‘‘মোদি প্রশাসন তিনটি বাহিনীর মধ্যে ঐক্য এবং সহযোগিতা বাড়ানোর জন্য প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতে, আমাদের সশস্ত্র বাহিনী একসঙ্গে চ্যালেঞ্জ মোকাবিলা করতে আরও ভালো এবং কার্যকরীভাবে প্রস্তুত হবে।’’
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Whatsapp, Facebook, Twitter, Telegram এবং Google News পেজ।