Ram Mandir Prasad: রামলালার মহাপ্রসাদের থালায় কড়াইশুঁটির কচুরি থেকে থেপলা, বাক্সে থাকছে কী কী?
রাম মন্দিরের মহাপ্রসাদ।
মাধ্যম নিউজ ডেস্ক: বাদামি রঙের কাগজের ব্যাগে লালচে মেরুন রঙের কার্ডবোর্ডের বাক্স! ২২ জানুয়ারি, অযোধ্যায় রাম মন্দিরের প্রতিষ্ঠা (Ram Mandir Inauguration) লগ্নে আগত ২০ হাজার বিশেষ অতিথির হাতে তুলে দেওয়া হবে বিশেষ এই বাক্স। এটি রামলালার মহাপ্রসাদ (Ram Mandir Prasad)। এই বাক্সে প্রসাদের মিষ্টি ছাড়াও থাকবে আরও বেশ কিছু পুজোর জিনিসপত্র। রবিবার রাতেই একটি ভিডিয়োতে প্রকাশ্যে এসেছে সেই বাক্সের ভিতরের ছবি।
সোমবার রাম মন্দিরের উদ্বোধনে (Ram Mandir Inauguration) আগত অতিথি এবং সাধু-সন্তদের প্রত্যেকের হাতে তুলে দেওয়া রামলালার মহাপ্রসাদের বিশেষ বাক্স। অতিথির মধ্যে যেমন রয়েছেন রাজনৈতিক ব্যক্তিত্ব, তেমনই রয়েছেন সিনেমা জগৎ, ক্রীড়া জগতের তারকারাও। এ ছাড়া দেশের বিভিন্ন প্রান্তের ধর্মীয় প্রতিষ্ঠানের প্রধান এবং সামাজিক বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট জনেদেরও আমন্ত্রণ জানানো হয়েছে অযোধ্যায়। তাঁদের জন্যই বিশেষ ভাবে তৈরি করা হয়েছে রামমন্দিরের মহাপ্রসাদের বাক্সটি। বাক্সের উপরে রয়েছে সোনালি রঙের রাম মন্দিরের ছবি। ডালা খুললেই দেখা যাবে ছোট ছোট খোপে রাখা নানারকম জিনিস।
#WATCH | Visuals of the 'Prasad' that will be distributed among VVIPs, sadhus at the Pran Pratishtha ceremony of the Ram Temple on 22nd January in Ayodhya, Uttar Pradesh pic.twitter.com/586tzhLx83
— ANI (@ANI) January 20, 2024
এই বিশেষ বাক্সে থাকবে কন্দমূল, সরযূ নীর, কুমকুম এবং রুদ্রাক্ষ। রাম ভক্তদের বিশ্বাস বনবাসে থাকাকালীন কন্দমূল খেয়েই ক্ষুধা নিবৃত্ত করেছিলেন স্বয়ং রামচন্দ্র। এছাড়াও বাক্সে থাকছে দেশি ঘি, পাঁচ রকমের শুকনো ফল, বেসন এবং চিনি দিয়ে বানানো লাড্ডু। হাতের কব্জিতে বাঁধার জন্য লাল রঙের তাগা, সুপুরি এবং না ভাঙ্গা চল যাকে ‘অক্ষত’ বলা হয়। এর সঙ্গেই একটি ছোট বোতলে সরযূ নদীর জল, একটি কৌটোয় সিঁদুর।
আরও পড়ুন: রাম মন্দির উদ্বোধনের পর আয় বাড়বে যোগী রাজ্যের, কত হবে জানেন?
রামলালার প্রসাদের (Ram Mandir Prasad) থালাতেও রয়েছে মাহাত্ম্য। বিশ্বরেকর্ডধারী শেফ বিষ্ণু মনোহর নিজে হাতে তৈরি করছেন রামলালার প্রসাদ। রামলালার প্রসাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ রাম হালুয়া। ৯০০ কেজি সুজি এবং ১০০০ কেজি চিনি দিয়ে প্রায় ৭ হাজার কেজি রাম হালুয়া তৈরি করা হবে। এতে ব্যবহৃত হবে আড়াই হাজার গ্যালন দুধ এবং ৩০০ কেজি কাজু। ১৪০০ কেজি ওজনের একটি কড়াইতে এই রাম হালুয়া প্রসাদ রাঁধবেন বিষ্ণু মনোহর। নাগপুর থেকে বয়ে বয়ে অযোধ্যা নিয়ে যাওয়া হয়েছে এই বিরাট কড়াইটি। জানা গিয়েছে, রামলালার এই মহাপ্রসাদ পাবেন মোট দেড় লাখ রাম ভক্ত। অতীতে এমন ঘটনা নজিরবিহীন। এ ছাড়াও রাম মন্দিরের মহাপ্রসাদের তালিকায় রয়েছে থেপলা, আমন্ড বাদাম, কড়াইশুঁটির কচুরি। প্রাণ প্রতিষ্ঠা উৎসবের সময় এই প্রসাদগুলি রামলালার সামনে অর্পণ করা হবে।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।