img

Follow us on

Saturday, Jan 18, 2025

Yogi Adityanath: “রামমন্দিরের শ্রমিকরা সম্মান পেয়েছেন, তাজমহলের সময় আঙুল কাটা হয়েছিল”, বললেন যোগী আদিত্যনাথ

Ram Mandi: ভারতীয় সংস্কৃতির কথা বলতে গিয়ে মুঘলদের তোপ যোগীর…

img

উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সংগৃহীত চিত্র।  

  2024-12-15 14:07:37

মাধ্যম নিউজ ডেস্ক: রামমন্দিরের (Ram Mandi) শ্রমিকরা সম্মান পেয়েছেন, তাজমহলের সময় হাত কেটে নেওয়া হয়েছিল। এই দুই বৈপরিত্যের তুলনা করলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। ৫০০ বছরের ধর্মীয় ও সাংস্কৃতিক আন্দোলনের পথ ধরে ২০২৪ সালের ২২ জানুয়ারি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে অযোধ্যার মন্দির উদ্বোধন হয়েছিল। মন্দিরের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত প্রত্যকে শ্রমিককে বিশেষ সম্মানে সম্মানিত করেছেন প্রধানমন্ত্রী । এই প্রসঙ্গ টেনে হিন্দু ধর্মের পরম্পরার কথা স্মরণ করলেন আদিত্যনাথ।

দেশের অনেক ইতিহাস এবং সংস্কৃতিকে বিলুপ্ত করেছে (Yogi Adityanath)

মুম্বইয়ে ওয়ার্ল্ড হিন্দু ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনের মঞ্চ থেকে আদিত্যনাথ (Yogi Adityanath) বলেন, “ভারতীয় জনতা পার্টির শাসনে শ্রমিকরা সম্মান পান। রামমন্দিরের (Ram Mandi) শ্রমিকদের সম্মানিত করা হয়েছে, কিন্তু তাজমহলের শ্রমিকদের আঙুল কেটে নেওয়া হয়েছিল। এমনকি সুক্ষ্ম টেক্সটাইল শিল্পে কর্মরত শ্রমিকদের হাত কেটে ফেলা হয়েছিল। যার ফলে অনেক ঐতিহ্য এবং পরম্পরা ধ্বংস হয়েছে। আজ ভারতে মোদিজির শাসনে সকল শ্রমের সম্মান প্রদান করা হয়। বহিরাগতরা এই দেশের অনেক ইতিহাস এবং সংস্কৃতিকে বিলুপ্ত করেছে।”

আরও পড়ুনঃ ইউপিএসসি'তে শীর্ষে দুই কৃতী বঙ্গসন্তান, সিঞ্চন ও বিল্টুর সাফল্যে গর্বিত গোটা বাংলা

বিশ্বের অর্থনীতির উপর ৪০ শতাংশ যোগদান ছিল ভারতের

ভারতের প্রথম থেকে পঞ্চদশ শতাব্দীর মধ্যে বিশ্বে ভারতীয় অর্থনীতির কথা বলতে গিয়ে যোগী (Yogi Adityanath) আরও বলেন, “খ্রিষ্টীয় প্রথম থেকে পঞ্চদশ শতক পর্যন্ত ভারতে বিশ্বের অর্থনীতির উপর ৪০ শতাংশ যোগদান ছিল। এমনকি অনেক ইউরোপের পণ্ডিত এই আর্থিক প্রভাবের কথা স্বীকার করেছেন। কিন্তু বহিরাগত আক্রমণকারীরা নানা আক্রমণ এবং লুট করে ভারতের অর্থনীতিতে খারাপ প্রভাব ফেলেছে।” একইভাবে তিনি এদিন সম্ভলের হিংসার প্রসঙ্গে বলেন, “দেশে কট্টরপন্থীরা সন্ত্রাসবাদের প্রচার-প্রসার করছে। তারা আমাদের দেশের ভিতরে হিংসার বাতাবরণ সৃষ্টি করছে, আজ মাটির নিচে পুঁতে রাখা হিন্দু মন্দিরের নানা অবশেষ পাওয়া যাচ্ছে। সমালোচকরাও এখন মানতে বাধ্য হচ্ছেন ভারত কতটা বৈভবশালী ছিল।”

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

Bengali news

Taj Mahal

news in bengali

Yogi Adityanath  

Ram Mandi


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর