মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভে প্রাণীটিকে দেখা যায়।
প্রতীকী ছবি
মাধ্যম নিউজ ডেস্ক: দুবছর পর ফের দেখা গেল ব্ল্যাক প্যান্থার। বনদপ্তরের কর্মীরা জানিয়েছেন, গত সপ্তাহেই মধ্যপ্রদেশের পেঞ্চ টাইগার রিজার্ভে প্রাণীটিকে দেখা যায়। মধ্যপ্রদেশের জঙ্গলে পর্যটকরা ঘুরতে বেড়োনোর সময় এই প্রাণীটিকে দেখতে পান। তখই তাঁদের মধ্যে কেউ কেউ এই দৃশ্যটিকে ক্যামেরাবন্দি করে নিয়েছে।
#BlackPanther Pench Forever
— Pench Tiger Reserve (@PenchMP) August 20, 2022
All across the world usually it takes months, sometimes even years to sight a rare animal, however in #Pench one can sight the wonders of natural world much more frequently.@moefcc@minforestmp @MPTourism#MadhyaPradesh #Tourism #JansamparkMP pic.twitter.com/XK9ZpPZehM
আরও পড়ুন: বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব বাঘ দিবস, দিনটির তাৎপর্য জানেন কি?
আপনারা নিশ্চয় ‘দ্য জঙ্গল বুক’ দেখেছেন। তবে জানেন কী এই কাল্পনিক বইয়ের 'বাঘীরা' নামক ব্ল্যাক প্যান্থারের থেকেই এই প্রজাতিটি জনপ্রিয় হয়ে উঠেছে।
ফরেস্টে রেঞ্জার রাহুল উপাধ্যায় (forest ranger Rahul Upadhyaya) সংবাদমাধ্যমে জানিয়েছেন, শেষবার পেঞ্চ টাইগার রিজার্ভে ব্ল্যাক প্যান্থার দেখা গিয়েছিল ২০২০ সালে। সেবছর একটি ব্ল্যাক প্যান্থারের শাবককে তাঁর মায়ের সঙ্গে দেখা যায়। পরে এটিকে মহারাষ্ট্রের কাছে খাবাসা ফরেস্টে (Khavasa Forest) দেখা যায়। অনুমান করা হয়েছে, সেই ব্ল্যাক প্যান্থারটির বয়স এখন ২ বছর হবে। এই ব্ল্যাক প্যান্থার ও এখন যেই প্রাণীটিকে দেখা গিয়েছে উভয়ই একই মায়ের থেকে জন্ম হয়েছে।
জানা গিয়েছে, সেই মা বাঘটি প্রথমে দুটি শাবকের জন্ম দিয়েছিল। যার মধ্যে একটির রং কালো এবং একটির রং সাধারণ বাঘের মতই ছিল। আবার দ্বিতীয়বারের সময় ৩টি শাবকের জন্ম দিয়েছিল, এর মধ্যে একটিই ছিল কালো যেটি এখন সবার কাছে হয়ে উঠেছে আকর্ষণ। ২০ অগাস্ট, পেঞ্চ টাইগার রিজার্ভ নিজেদের ট্যুইটারে এই ব্ল্যাক প্যান্থারের ভিডিওটি শেয়ার করেছে। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই এটি ব্যাপক ভাইরাল হতে শুরু হয়েছে। এদিন পশ্চিমবঙ্গ, নাসিক, মুম্বইের পর্যটকরা এই বিরল প্রজাতির ব্ল্যাক প্যান্থারটি দেখা সুযোগ পেয়েছে।
আরও পড়ুন: চলতি বছরে ২৭টি বাঘের মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে, দেশে সর্বাধিক
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।