img

Follow us on

Sunday, Jan 19, 2025

Ratnagiri: মহারাষ্ট্রে জমি মাফিয়ার বিরুদ্ধে খবর করে প্রকাশ্য দিবালোকে খুন সাংবাদিক, গ্রেফতার অভিযুক্ত

Ratnagiri: শশীকান্তের মৃত্যুতে তদন্তের দাবি তুলেছে মারাঠি সংবাদমাধ্যমগুলি।

img

মহারাষ্ট্রে সাংবাদিক খুন

  2023-02-09 15:53:30

মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক সাংবাদিক খুনের অভিযোগ উঠল। ওই সাংবাদিকের নাম শশীকান্ত ওয়ারিশে। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রত্নাগিরি জেলার রাজাপুর এলাকায়। এই ঘটনায় খুনের অভিযোগ তুলেছে নিহতের পরিবার। ঘটনার পরপরই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। মহারাষ্ট্রের রত্নগিরির বিতর্কিত পেট্রো রসায়ন প্রকল্পের বিরুদ্ধে লেখায় ওই সাংবাদিককে গাড়িচাপা দিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠল এক জমি মাফিয়ার বিরুদ্ধে। তাঁকে খুনের অভিযোগ উঠেছে পান্ধারিনাথ আম্বেরকার নামে এক জমি মাফিয়ার বিরুদ্ধে।

ঠিক কী ঘটেছে?

সূত্রের খবর, রত্নগিরির পেট্রো রসায়নের অন্দরের খবর এবং এই প্রকল্প নিয়ে সংবাদপত্রে একটি প্রবন্ধ লিখেছিলেন এই সাংবাদিক। সেখানে পান্ধারিনাথ সম্পর্কে বেশ কিছু গোপন তথ্য তুলে ধরেছিলেন তিনি। সেই খবর প্রকাশিত হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই অর্থাৎ সোমবারে খুন হতে হয় সাংবাদিক শশীকান্ত ওয়ারিশেকে। পুলিশ সূত্রে খবর, রত্নগিরির একটি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে ছিলেন ওই সাংবাদিক। সেই সময় পান্ধারিনাথের একটি গাড়ি এসে শশীকান্ত ওয়ারিশেকে চাপা দিয়ে পালিয়ে যায়। তাঁকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কোলাপুরের একটি হাসপাতালে নিয়ে গেলে মঙ্গলবার চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনার পর পান্ধারিনাথকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় আম্বেরকারকে গ্রেফতার করা হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, পুলিশ এখন এফআইআর-এ ৩০২ ধারাও যুক্ত করেছে। স্থানীয় আদালত তাঁকে ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত পুলিশি হেফাজতে পাঠিয়েছে। খুনের প্রধান উদ্দেশ্য জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আরও পড়ুন: কয়লাকাণ্ডে উঠে আসছে হরিশ মুখার্জি রোডের একটি রেস্তোরাঁর নাম! মালিক কে? তদন্তে ইডি

তদন্তের দাবি সংবাদমাধ্যমের

জমি মাফিয়ার হাতে শশীকান্তের খুন হওয়ার ঘটনায় ক্ষোভে ফুঁসছে মারাঠি সাংবাদিক সংগঠন। শশীকান্তের মৃত্যুতে তদন্তের দাবি তুলেছে সংবাদমাধ্যমগুলি। মারাঠি সাংবাদিক সংঘ মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে এবং উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসকে একটি চিঠি দিয়ে সাংবাদিক ওয়ারিশের “জঘন্য হত্যাকাণ্ড”-এর যথাযথ তদন্তের দাবি জানিয়েছে। বুধবার সন্ধ্যায় একটি বিবৃতিতে, মুম্বই প্রেস ক্লাব এই ঘটনাকে ‘নৃশংস হত্যা’ বলে উল্লেখ করেছে ও এই মামলায় রাজ্য সরকারের কঠোর পদক্ষেপের দাবি করেছে৷ আবার এই ঘটনার পরই মারাঠি সাংবাদিকদের ফেডারেশন অখিল ভারতীয় মারাঠি সাংবাদিক পরিষদের সদস্যরা মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী দেবেন্দ্র ফড়নাবিসের সঙ্গে দেখা করেছিলেন এবং ওয়ারিশের মৃত্যুর তদন্তের দাবি করেছেন।

Tags:

Ratnagiri

Ratnagiri journalist

Ratnagiri Journalist Murdered

Shashikant Warishe


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর