img

Follow us on

Sunday, Jan 19, 2025

Campa Cola: ফিরছে ক্যাম্পা-কোলা! দীপাবলিতেই নতুন রূপে আসতে চলেছে এই পানীয়?

ক্যাম্পা ব্র্যান্ডকে আবার নতুন রূপে আনতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ

img

রিলায়েন্সের হাত ধরে ফিরছে ক্যাম্পা কোলা

  2022-08-31 17:52:11

মাধ্যম নিউজ ডেস্ক: দীপাবলির আগেই বাজারে আসছে দেশীয় সফট ড্রিঙ্ক ক্যাম্পা কোলা। ক্যাম্পা ব্র্যান্ডকে আবার নতুন রূপে আনতে চলেছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (Relience Industries)। দিল্লির এই নরম পানীয় সংস্থাটি ধুঁকছিল।  বুধবার একটি সূত্রে খবর পাওয়া যায়, এটিকে কিনে নিতে চলেছে রিলায়েন্স রিটেল। 

প্রসঙ্গত, রিলায়েন্স রিটেলের  (Reliance Retail) নেতৃত্ব দেবেন মেয়ে ইশা (Isha Ambani), সোমবার ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি (Mukesh Ambani)। দায়িত্ব নিয়েই ইশা ঘোষণা জানিয়েছিলেন, এবার থেকে রিলায়েন্স রিটেল  একটি এফএমসিজি (ফাস্ট মুভিং কনজিউমার গুডস) ব্যবসা শুরু করবে। ইশা জানান, তাঁর সংস্থার লক্ষ্য ভারতীয়দের প্রয়োজনের কথা মাথায় রেখে উৎকৃষ্ট পণ্য উৎপাদন এবং তা গ্রাহকের বাড়িতে পৌঁছে দেওয়া। সবটাই হবে ন্যূনতম মূল্যে। একই সঙ্গে দেশীয় পণ্যের উপর গুরুত্ব দেন ইশা। জানান, হারিয়ে যাওয়া দেশের ছোট ছোট সংস্থাগুলিকে নতুন রূপ দেবে রিলায়েন্স। সেই লক্ষ্যেই ক্যাম্পা ব্র্যান্ডকে ফের বাজারে আনার পরিকল্পনা। উল্লেখ্য, চলতি বছরে নতুন ২৫০০টি স্টোর খুলেছে রিলায়েন্স রিটেইল। ফলে তাদের স্টোরের সংখ্যা বেড়ে হয়েছে ১৫ হাজার।

আরও পড়ুন: মুখ থুবড়ে পড়েছে চিনের 'জিরো কোভিড নীতি', ফের লকডাউনে জিনপিং- এর দেশ

দীপাবলির আগেই ক্যাম্পাকে নিয়ে আসা হবে। তিনরকম স্বাদে মিলবে ক্যাম্পার সফট ড্রিঙ্ক। রয়েছে তার সবচেয়ে খ্যাত কোলা স্বাদ। সঙ্গে পাওয়া যাবে লেবু এবং কমলার স্বাদেও। সূত্রের খবর, এ নিয়ে ২২ কোটি টাকার চুক্তি হয়েছে। ১৯৭০ সালে ক্যাম্পা বাজারে আসে। মার্কিন সংস্থা কোকা কোলার সঙ্গে তাদের ক্যাম্পা কোলার টক্কর চলে। ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি  কোকা-কোলা দেশ থেকে ব্যবসা গুটিয়ে নিলে বাজার দখল করে ক্যাম্পা কোলা। ১৯৯০ সালে মার্কিন সংস্থাটি ফিরে এলে হারিয়ে যেতে থাকে ক্যাম্পা। আবার নতুন রূপে মেক ইন ইন্ডিয়া (make in India)- এর শরিক হতে বাজারে আসছে ক্যাম্পা কোলা।

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

Tags:

Reliance Industries

Campa brand to FMCG portfolio

Campa Cola


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর