ফাইনাল স্টেজে উত্তরকাশীর সুড়ঙ্গ-ধসের উদ্ধারকাজ, বাইরে দাঁড়িয়ে অ্যাম্বুল্যান্স, অপেক্ষায় পরিজনরা...
উত্তরাখণ্ডে চলছে উদ্ধারকাজ (ফাইল ছবি)
মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরাখণ্ডে আটকে পড়া শ্রমিকদের খুব কাছেই পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দল (Uttarakhand tunnel rescue)। বের করে আনা এখন সময়ের অপেক্ষা। বাইরে দাঁড় করিয়ে রাখা হয়েছে অ্যাম্বুল্যান্স। শ্রমিকদের জন্য সুড়ঙ্গের কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসকদের একটি দলকে তৈরি করে রাখা হয়েছে। ৪১ জন শ্রমিকের জন্য ৪১টি শয্যাও এখানে তৈরি করে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হচ্ছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। সকালেই সেখানে পৌঁছেছেন উত্তরকাশির জেলাশাসক অভিষেক রুহেলাও। সকাল সাড়ে ছ'টা নাগাদ সেখানে হাজির হন দিল্লি থেকে ৭ প্রযুক্তি বিশেষজ্ঞ। গতকালই রাত্রি এগারোটা নাগাদ ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে 'ন্যাশনাল ভ্যাকসিন ভ্যান'। জানা গিয়েছে, এখানে বেশ কয়েক ধরনের ওষুধ এবং অন্যান্য জিনিসপত্র মজুদ করে রাখা হয়েছে (Uttarakhand tunnel rescue)।
মঙ্গলবারে এন্ডোস্কোপিক ক্যামেরার মাধ্যমে প্রথম প্রকাশ্যে আসে শ্রমিকদের ভিডিও। সেখানে তাঁদের বলতে শোনা যায় যে তাঁরা সুস্থ এবং স্বাভাবিক রয়েছেন। এর পাশাপাশি তাঁরা নিজেদের পরিবারকেও বার্তা দেন। ওই পাইপের মাধ্যমে যে ওয়াকি-টকি পাঠানো হয়, সে দিয়ে তাঁরা কথাও বলেন। একটা সময় মনে হয়েছিল যে শ্রমিকদের উদ্ধার (Uttarakhand tunnel rescue) করতে আরও হয়তো ১০-১২ দিন সময় লেগে যেতে পারে, কিন্তু সমস্ত বাধা পেরিয়ে শ্রমিকদের উদ্ধারের ফাইনাল স্টেজে এনডিআরএফ-এর দল।
সংবেদনশীল সম্প্রচারে গতকালই নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রে
অন্যদিকে, গতকালই কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক ইতিমধ্যে প্রতিটি সংবাদমাধ্যমকে নির্দেশ দেয়, যে কোনও ধরনের চাঞ্চল্যপূর্ণ সম্প্রচার না করতে। যে কোনও ধরনের লাইভ টেলিকাস্ট অথবা টানেলের পাশে থেকে করা ভিডিও এগুলোকে সম্প্রচার করতে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। এর পাশাপাশি যখনই উত্তরকাশী (Uttarakhand tunnel rescue) বিষয় খবর করা হবে তখন যেন সেই খবর সংবেদনশীল না হয়। সেই রকমভাবেই তৈরি করতে হবে প্রতিবেদনের শিরোনাম ও ছবি। তার কারণ শিরোনাম এবং ছবি দেখে যেন শ্রমিক পরিবারের উদ্বিগ্ন না হয়। অবশেষে শ্রমিকদের প্রায় কাছে পৌঁছাতে সক্ষম হল উদ্ধারকারীরা।
দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।