img

Follow us on

Thursday, Nov 21, 2024

RG Kar Incident: প্রায় দু’সপ্তাহ পর, সুপ্রিম কোর্টে মঙ্গলবার দুপুরে আরজি কর মামলার ষষ্ঠ শুনানি 

Supreme Court: আজ দুপুরে আরজি কর মামলার সুপ্রিম শুনানিতে উঠতে পারে কোন কোন প্রসঙ্গ 

img

সুপ্রিম কোর্টে আরজিকর মামলার ষষ্ঠ শুনানি। ফাইল ছবি

  2024-10-15 12:37:44

মাধ্যম নিউজ ডেস্ক: আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনার (RG Kar Incident) পরে ৬৫ দিন কেটে গিয়েছে। এখনও বিচারের অপেক্ষায় নির্যাতিতার পরিবার-সহ গোটা দেশ। আজ, ১৫ অক্টোবর, মঙ্গলবার দুপুর ২টো থেকে সুপ্রিম কোর্টে রয়েছে আরজি কর মামলার পরবর্তী শুনানি। প্রায় দুই সপ্তাহ পর মামলাটি শুনবে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রর বেঞ্চ। 

তদন্ত প্রক্রিয়া কতদূর

৩০ সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার পঞ্চম শুনানি হয়েছিল। শেষবার শুনানিতে সিবিআই কতদূর তদন্ত প্রক্রিয়া এগিয়েছিল তা জানতে চেয়েছিল আদালত। এদিন ষষ্ঠ শুনানি তদন্ত কোন পর্যায়ে রয়েছে, নতুন কিছু উঠে এল কিনা এসমস্ত বিষয়ই ফের ওঠার সম্ভাবনা রয়েছে। গত শুনানিতে স্টেটাস রিপোর্ট দিয়ে সিবিআই জানিয়েছিল তাদের তদন্ত কতদূর এগিয়েছে। আজকের শুনানিতেও এ ব্যাপারে মুখবন্ধ খামে নিজেদের স্টেটাস রিপোর্ট জমা দিতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। 

আরও পড়ুনঃ সন্দীপ ও তাঁর আত্মীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে অবৈধ লেনদেনের খোঁজ! জেরা করবে ইডি

জুনিয়র ডাক্তারদের পরিষেবা

অন্যদিকে এর আগের শুনানিতে জুনিয়র ডাক্তাররা কাজে ফিরেছেন কিনা সে ব্যাপারে স্পষ্ট প্রশ্ন রেখেছিল শীর্ষ আদালত। রাজ্যের তরফে জানানো হয়, জুনিয়র ডাক্তারেরা শুধুমাত্র জরুরি পরিষেবা দিচ্ছেন। বহির্বিভাগ ও অন্যান্য ক্ষেত্রে পরিষেবা দিচ্ছেন না তাঁরা। যদিও তাতে আপত্তি জানান জুনিয়র ডাক্তারদের আইনজীবী ইন্দিরা জয়সিংহ। তিনি দাবি করেন, প্রয়োজনীয় পরিষেবা দেওয়া হচ্ছে। তখন প্রধান বিচারপতি জানতে চান, কেন শুধু প্রয়োজনীয় পরিষেবা কথা বলা হচ্ছে? তা হলে কি সকল চিকিৎসক সব ডিউটি করছেন না? উত্তরে ইন্দিরা জানান, সব জুনিয়র ডাক্তারেরা জরুরি পরিষেবায় রয়েছেন। জরুরি পরিষেবার মধ্যে ওপিডি ও আইপিডি— দুই’ই পড়ে। এর পরেই প্রধান বিচারপতি নির্দেশ দেন, হাসপাতালের বহির্বিভাগ এবং অন্যান্য ক্ষেত্র-সহ সমস্ত প্রয়োজনীয় পরিষেবা দিতে হবে জুনিয়র ডাক্তারদের।

রাজ্যকে প্রশ্ন

রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে নিরাপত্তা এবং পরিকাঠামো সংক্রান্ত কাজ কত দূর এগোল, সেই প্রশ্নও উঠতে পারে। নয়া ডিউটি রুম এবং শৌচাগার নির্মাণ, সিসিটিভি ক্যামেরা, পর্যাপ্ত আলো ইত্যাদি বসানোর কাজ কত দূর এগিয়েছে, তা জানতে চাইতে পারে শীর্ষ আদালত। আদালত আগেই জানিয়েছিল, ১৫ অক্টোবরের মধ্যে হাসপাতালগুলিতে সিসি ক্যামেরা বসানো-সহ সমস্ত কাজ শেষ করতে হবে রাজ্যকে। আরজি কর কাণ্ডের পর গড়া ন্যাশনাল টাস্ক ফোর্সের কাজ কত দূর এগোলো, মঙ্গলবার সেই সংক্রান্ত রিপোর্ট চাইতে পারেন প্রধান বিচারপতি।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

bangla news

RG Kar Incident

Kolkata Doctor Rape and Murder

Supreme Court India


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর