img

Follow us on

Saturday, Dec 21, 2024

RG Kar Incident: আজ সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি, উপস্থিত থাকবে ৪২ পক্ষ! কখন শুরু?

Supreme Court: সকালে নয়, সোমবার দুপুরে শীর্ষ আদালত শুনবে আরজি কর মামলা...

img

সোমবার সুপ্রিম দুয়ারে আরজি কর মামলার শুনানি। ফাইল ছবি

  2024-09-30 09:17:50

মাধ্যম নিউজ ডেস্ক: শীর্ষ আদালতে পিছিয়ে গেল আরজি কর মামলার (RG Kar Incident) শুনানি। সোমবার সকালের পরিবর্তে শুনানির সময় পিছিয়ে দুপুর করা হয়েছে। শীর্ষ আদালত (Supreme Court) সূত্রে খবর, সোমবার দুপুর ২টোয় মামলাটি শুনবে আদালত। আগেকার মতো সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চের তালিকায় ৪২ নম্বরে মামলাটি উঠবে। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের পাশাপাশি থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা ও বিচারপতি মনোজ মিশ্র। 

আজ কী হবে?

সোমবার, আরজি করের (RG Kar Incident) চিকিৎসকের খুন ও ধর্ষণের তদন্তে তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা করার কথা সিবিআইয়ের। পাশাপাশি, এই মামলায় তদন্ত কতদূর এগলো, তাও জানাতে হবে কেন্দ্রীয় সংস্থাকে। গত শুনানিতে শীর্ষ আদালত (Supreme Court) সিবিআই রিপোর্ট দেখে বিস্ময় প্রকাশ করেছিল। তদন্তের জন্য আরও সময় দেওয়া প্রয়োজন বলে জানিয়েছিল তিন বিচারপতির বেঞ্চ। এদিন রিপোর্ট খতিয়ে দেখে সুপ্রিম কোর্ট কোনও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেন কিনা, সেদিকেই নজর সকলের। খুন ও ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রণোদিত ভাবে মামলাটি করেছিল সুপ্রিম কোর্ট। গত ২০ অগাস্ট মামলার প্রথম শুনানি হয়। তারপর থেকে চারবার মামলাটি আদালতে ওঠে। সকাল সাড়ে ১০টা নাগাদই প্রতিবার শুনানি হয়। তবে এ বার পিছিয়ে তা দুপুর ২টোয় করা হয়েছে।

আরও পড়ুন: “সুসম্পর্ক রাখলে আইএমএফের চেয়েও বেশি সাহায্য পেত পাকিস্তান”, বললেন রাজনাথ

মামলায় প্রায় ৪২টি পক্ষ

এই মামলায় (RG Kar Incident) প্রায় ৪২টি পক্ষের নথিভুক্ত আইনজীবীর সংখ্যা ২০০-র বেশি। জুনিয়র ডাক্তারদের তরফে মামলা লড়ছেন আইনজীবী ইন্দিরা জয় সিং। পাশাপাশি নির্যাতিতার মা-বাবার তরফে সওয়াল করবেন বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার। সিনিয়র চিকিৎসকদের পক্ষে থাকবেন করুণা নন্দী। রাজ্য সরকারের পক্ষ থেকে লড়ছেন বর্ষীয়ান আইনজীবী কপিল সিব্বল। এর আগে মামলার দিন পিছিয়ে যাওয়ায় কিছুটা হতাশ হয়েছিলেন চিকিৎসকরা। সেকথা গণ কনভেনশন মঞ্চে জানিয়ে আন্দোলনকারীরা এও বলেন, নির্যাতিতার বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন জারি থাকবে। আরজি কর মামলা নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) শুনানির আগের দিন, রবিবার সন্ধ্যায় মশাল, মোমবাতি নিয়ে কলকাতার রাস্তায় মিছিল করেন জুনিয়র ডাক্তাররা। বিচারের দাবি চেয়ে লেখা পোস্টার নিয়ে পথে নামেন তাঁরা। জেলার মেডিক্যাল কলেজগুলিতেও মিছিল-সভা হয়।  

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

Tags:

Madhyom

Supreme court

bangla news

rg kar

RG Kar Hospital

RG Kar Incident

kolkata doctor

RG kar Rape-Murder Case


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর