img

Follow us on

Saturday, Jan 18, 2025

Rojgar Mela: রোজগার প্রকল্পে ৫১ হাজার যুবক-যুবতীকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী মোদি

PM Modi: রোজগার মেলায় ৫১ হাজার যুবক-যুবতীকে দীপাবলির উপহার প্রধানমন্ত্রীর

img

রোজগার মেলায় ৫১ হাজার নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফাইল চিত্র

  2024-10-29 13:09:48

মাধ্যম নিউজ ডেস্ক: রোজগার মেলার (Rojgar Mela) মাধ্যমে ফের ৫১ হাজার যুবক-যুবতীকে চাকরি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেন্দ্রীয় স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের আওতায় এই চাকরির ব্যবস্থা করা হয়। এই চাকরি মেলার (Job News) উদ্বোধনও করেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের নিয়োগপত্র দেন প্রধানমন্ত্রী। ভিডিওবার্তায় সকলকে দীপাবলির শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। এই বছর দীপাবলিতে অযোধ্যায় নিজের আলয়ে পূজিত হবেন ভগবান শ্রী রাম। তাই এই দীপাবলিকে বিশেষ বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী মোদি (PM Modi)।

রোজগার মেলার উদ্দেশ্য

কেন্দ্রীয় কর্মিবর্গ ও প্রশিক্ষণ মন্ত্রকের থেকে দেওয়া তথ্য বলছে, রোজগার মেলার (Rojgar Mela) মাধ্যমে বিভিন্ন সরকারি ক্ষেত্রে চাকরির সুযোগ দেওয়া হয়। যেমন, জিএসটি ইনস্পেক্টর, ইনস্পেক্টর, হেড কনস্টেবল, জুনিয়র ইঞ্জিনিয়ার, প্রফেসর, রেজিস্ট্রার, স্পোর্টস অফিসার, টেকনিশিয়ান, সায়েন্টেফিক অফিসার, ক্লার্ক, চিকিৎসক এবং অধ্যাপক পদে সরকারি চাকরির সুযোগ দেওয়া হয় রোজগার মেলার মাধ্যমে। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দফতরে এই চাকরির ব্যবস্থা করা হয়। সরকারি তথ্য বলছে, রাজস্ব থেকে শুরু করে স্বরাষ্ট্র, উচ্চ শিক্ষা, পরমাণু শক্তি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, প্রতিরক্ষা, আদিবাসী উন্নয়ন মন্ত্রকের বিভিন্ন পদে এই নিয়োগ দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। অষ্টম শ্রেণি পাশ থেকে শুরু করে মাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ, আইটিআই পাশ, কিংবা কোনও ডিপ্লোমা ডিগ্রি বা স্নাতক পাশ… বিভিন্ন স্তরের শিক্ষাগত যোগ্যতার আবেদনকারীরা সুযোগ পান রোজগার মেলায়।

আরও পড়ুন: আখনুরে সেনা কনভয়ে হামলায় ব্যবহৃত স্টিল-বুলেট, পাল্টা অভিযানে খতম তিন জঙ্গি

কর্মযোগী পোর্টালের কাজ

নিয়োগের পরে আইজিওটি কর্মযোগী পোর্টালের অধীনে 'কর্মযোগী প্রাধ্যম' নামে একটি অনলাইন প্রশিক্ষণ মডিউলে কর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। এই পোর্টালে পাওয়া যাবে ১৪০০-রও বেশি ই-লার্নিং সিলেবাস। এই নতুন পোর্টালের প্রশিক্ষণ মডিউলে দেশের উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত স্কিল শেখানো হবে যার মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরাও নিজেদের পেশাগত স্তরে উন্নতি করতে পারবে। ২০২২ সালের ২২ অক্টোবর থেকে দেশে শুরু হয়েছিল এই রোজগার মেলা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র প্রসাদ জানান যে এই রোজগার মেলার (Rojgar Mela) মাধ্যমে একটি বোতাম টিপেই ৫১ হাজার বেকার যুবককে চাকরি দিয়েছেন নরেন্দ্র মোদি (PM Modi)।

 

দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।-

 

Tags:

Madhyom

Narendra Modi

PM Modi

bangla news

rojgar mela


আরও খবর


খবরের মুভি


ছবিতে খবর